বাংলাদেশ সীমান্তে দুয়ারে সরকার, ভিড় উপচে পড়ল লক্ষীর ভান্ডারেই

বাংলাদেশ সীমান্তে দুয়ারে সরকার, ভিড় উপচে পড়ল লক্ষীর ভান্ডারেই।  বুধবার দিনভর অনুষ্ঠিত হল ভাতুন ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার কর্মসূচির শিশির । রায়গঞ্জ ব্লকের বাংলাদেশ সীমান্ত লাগোয়া সেবাগ্রাম হাই স্কুলে এদিন বসেছিল রায়গঞ্জ ব্লকের এই শিবির। এদিনের শিবিরে আবারও ভিড় উপচে পড়ল সরকারি লক্ষীর ভান্ডার প্রকল্পে। জানা গেছে, সম্প্রতি নতুন সরকারি নির্দেশিকায় বিধবা ভাতা প্রাপকেরাও লক্ষীর ভান্ডারের সুবিধা পেতে পারে বলে জানানো হয়েছিল।

 

এতেই আবারও লক্ষীর ভান্ডারের সরকারি সুবিধা নিতে হাজির হয়েছিল বিপুল পরিমানে মহিলারা। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান ইউসুফ আলি, উপপ্রধান রাজু চৌধুরী নিজেরা হাজির থেকে গ্রামের বাসিন্দাদের সরকারি সুযোগ সুবিধা পেতে সহয়তা করেন। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য তরুন কুমার রায়এদিিন সকাল থেকে উপস্থিত ছিলেন এদিনের শিবিরে। তিনি বলেন, দ্বিতীয় দফার এই শিবিরে মূলত লক্ষীর ভান্ডারেই ভিড় উপচে পড়েছে।

 

এছাড়াও কৃষক বন্ধু, জয় বাংলা প্রকল্প, খাদ্যসাথী সহ সব সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ নিয়েছেন। স্থানীয় বাসিন্দা সাবির হোসেন সকাল থেকে স্থানীয়দের সহয়তা করার ফাঁকে বলেন, গ্রামের অনেকের ইলেকট্রিক বিল বাকি ছিল। ৫০ শতাংশ মুকুবের সুবিধা গ্রামের বাসিন্দারা নিয়েছেন। তন্ময় দাস, পরিমল বর্মন, সস্তা বর্মন, রামদেব বর্মন, হাসিনা খাতুন প্রমুখেরা এদিন দুয়ারে সরকার শিবিরে সরকারি সুবিধা নিতে ভিড় জমান।

আরও পড়ুন – চাকরি ফিরে পাচ্ছেন শিক্ষকেরা।

উল্লেখ্য,   বুধবার দিনভর অনুষ্ঠিত হল ভাতুন ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার কর্মসূচির শিশির । রায়গঞ্জ ব্লকের বাংলাদেশ সীমান্ত লাগোয়া সেবাগ্রাম হাই স্কুলে এদিন বসেছিল রায়গঞ্জ ব্লকের এই শিবির। এদিনের শিবিরে আবারও ভিড় উপচে পড়ল সরকারি লক্ষীর ভান্ডার প্রকল্পে।

 

জানা গেছে, সম্প্রতি নতুন সরকারি নির্দেশিকায় বিধবা ভাতা প্রাপকেরাও লক্ষীর ভান্ডারের সুবিধা পেতে পারে বলে জানানো হয়েছিল। এতেই আবারও লক্ষীর ভান্ডারের সরকারি সুবিধা নিতে হাজির হয়েছিল বিপুল পরিমানে মহিলারা। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান ইউসুফ আলি, উপপ্রধান রাজু চৌধুরী নিজেরা হাজির থেকে গ্রামের বাসিন্দাদের সরকারি সুযোগ সুবিধা পেতে সহয়তা করেন। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য তরুন কুমার রায়এদিিন সকাল থেকে উপস্থিত ছিলেন এদিনের শিবিরে। তিনি বলেন, দ্বিতীয় দফার এই শিবিরে মূলত লক্ষীর ভান্ডারেই ভিড় উপচে পড়েছে।