মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের অঙ্গ হিসাবে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করলো মালদা জেলা প্রশাসন। শুক্রবার জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি পদযাত্রা করা হয়।এই পদযাত্রায় পা মেলান জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, পুলিশ সুপার অর্ণব ঘোষ,ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার সহ অন্যান্য আধিকারিকেরা। জেলা শাসক কৌশিক ভট্টাচার্য জানান জেলার মানুষকে পথনিরাপত্তা সম্পর্কে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।