আরও পড়ূনঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে ৪ স্থানীয় ক্রিকেটারকে ডাকল ভারত
লা লিগার প্রেসিডেন্ট জাভিয়ার তেভাসের সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে বাংলায় ফুটবল অ্যাকাডেমি গড়া নিয়ে একটি মউ স্বাক্ষরিত হয়েছে। বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আমাদের সঙ্গে লা লিগার কর্তৃপক্ষের ইতিবাচক বৈঠক হয়েছে। আলোচনার শেষে উভয় পক্ষের মধ্যে একটি মউ স্বাক্ষরিত হয়েছে। কলকাতায় একটি ফুটবল অ্যাকাডেমি গড়ে তুলবে লা লিগা কর্তৃপক্ষ। খুব দ্রুত লা লিগার কর্তারা কলকাতায় আসবেন। আমাদের তরফ থেকে সব রকম সাহায্য করা হবে। কোনও সমস্যা হবে না। আমি শুধু চাই বাংলার ফুটবলের উন্নয়নে একটি বিশ্বমানের ফুটবল অ্যাকাডেমি গড়ে উঠুক। সেখান থেকে মেসি ও রোনাল্ডোর মত প্লেয়ার তৈরি হোক।” সেই বৈঠকে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বাংলার কোচেদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে সেই বৈঠকে কথা হয়।
আলির সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে বাংলায় শিল্পে বহুজাতিক গোষ্ঠীর আগ্রহ এবং বিনিয়োগের বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে লুলু গ্রুপ ইন্টারন্যাশনাল বাংলায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন বলে ট্যুইটে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “বাংলায় বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের বিষয় নিয়ে কথা হয়েছে। নিউটাউনে একটি বিশ্বমানের মল খোলা। গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা লুলু গ্রুপের আউটলেট গুলিতে বিশ্ব বাংলার পণ্যের বিশ্বব্যাপী প্রচার যাতে করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে। এর বাইরেও লুলু গ্রুপ বাংলায় মাছ প্রক্রিয়াকরণ, পোলট্রি, দুগ্ধ এবং মাংস প্রক্রিয়াকরণ সহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। আমি বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০২৩-এ অংশগ্রহণের জন্য লুলু গ্রুপকে আমন্ত্রণ জানাতে পেরে উচ্ছ্বসিত।”
রাজ্য সরকারের প্রেস বিজ্ঞপ্তি নিম্নরূপ-
বৈঠকে বাংলায় বিনিয়োগের বিভিন্ন দিক উঠে এসেছে। প্রথমত, নিউটাউনে বিশ্বমানের একটি মল স্থাপনের বিষয়ে কথা হয়েছে। গোটা বিশ্বে লুলু গ্রুপের প্রচুর মল, স্টল এবং আউটলেট ছড়িয়ে রয়েছে। সেই আউটলেটগুলিতে যাতে বিশ্ব বাংলার পণ্যের প্রচার করা হয়, সেই বিষয়টিও এদিনের বৈঠকে উঠে আসে। জানা গিয়েছে, ভারত, সৌদি আরব, বারহিন, কুয়েত, ওমান, মিশর, ইউএই, মালেশিয়া এবং ইন্দোনেশিয়াতে প্রায় ২৩৪টি রিটেইল স্টোর আছে।
এর পাশাপাশি লুলু গ্রুপের স্টোরগুলিতে যাতে বাংলা থেকে ফল এবং সবজি নিয়ে যাওয়া হয় এবং ফল প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করা যায়, সেই নিয়েও আলোচনা হয়েছে। বাংলায় ডেয়ারি, পোলট্রি, মাংস প্রক্রিয়াকরণ শিল্পে বিশেষ আগ্রহ দেখিয়েছে লুলু গ্রুপ। সেইসঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্টেও আগ্রহ দেখিয়েছে এই শিল্প গ্রুপ।
শিক্ষার আদান-প্রদান নিয়ে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় এর সফরে চতুর্থ দিনে মাদ্রিদের IE বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্য সচিব, শিল্প সচিব। বাংলায় পড়ুয়াদের চাকরি ক্ষেত্রে উপযুক্ত করে তোলার জন্য বিশেষ প্রশিক্ষণ সহ একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে। পাশাপাশি মনে করা হচ্ছে IE বিশ্ববিদ্যালয় সঙ্গে বাংলার পড়ুয়াদের পারস্পরিক আদান-প্রদানের ক্ষেত্রেও রাস্তা খুলল।
মাদ্রিদের এই বিশ্ববিদ্যালয় মূলত বাণিজ্যিক শিক্ষার জন্য বিখ্যাত। এদিন রাজ্যের মুখ্য সচিব, শিল্প সচিব সেখানকার বিশ্ববাজার বা গ্লোবাল মার্কেট বিভাগের বিশেষজ্ঞ ইরাজ সুয়টো রডরিগেজ ও স্নাতক বিভাগের প্রধান এলিজা মেলেনডিজের সঙ্গে সঙ্গে বৈঠকে বসেন। মূলত এই বৈঠকে এই বিশ্ববিদ্যালয়ের অধীনে কীভাবে রাজ্যের পড়ুয়াদের শিক্ষা বিস্তার করা যায় তা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।
এর পাশাপাশি বার্সোলোনায় একটি বাণিজ্যিক সম্মেলনেও অংশ নেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে মাদ্রিদ, বার্সেলোনা এবং দুবাইয়ে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও সাক্ষাত্ করেন মুখ্যমন্ত্রী।