মুর্শিদাবাদে ভাঙচুর – অগ্নিসংযোগে রণক্ষেত্র! আটক একাধিক। বাড়ির পাশের রাস্তা নিয়ে গ্রামের দুই পরিবারের পুরাতন বিবাদের জেরে ভাঙচুর আর পরপর ১০ বাড়িতে অগ্নিসংযোগের ফলে দফায় দফায় রণক্ষেত্র হয়ে উঠে এদিন মুর্শিদাবাদের নতুন গ্রাম এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে আসে খোদ মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার ও মহকুমা পুলিশ আধিকারিক ।
এ ব্যাপারে মুর্শিদাবাদের এক উচ্চ পুলিশ আধিকারিক বলেন ,”এখনো পর্যন্ত ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, গ্রাম শান্ত রাখতে এলাকায় পুলিশ পিকেট রয়েছে। পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে”। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় দু’টি পাড়ার মধ্যে নবিপুর রহমান গোষ্ঠীর সঙ্গে ইসলাম গোষ্ঠীর ঝামেলা চলছিল। এমনকি দিন কয়েক আগে নবিপুর রহমান গোষ্ঠীর ঘনিষ্ঠ হালিম শেখ ও সায়রা বিবি আহত হন। তাদের প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন – মরক্কোকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ক্রোয়েশিয়া
সেখানে হালিম শেখের অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এরই মধ্যে চিকিৎসাধীন অবস্থায় হালিম শেখর মৃত্যু হয়। সেই খবর আসার পরে এদিন দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে ওঠে পুরো গ্রাম। অভিযোগ, হালিম শেখের গোষ্ঠীর লোকজন প্রথমে ইসলাম শেখের আত্মীয়দের বাড়িতে নির্বিচারে ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। প্রথমে পালিয়ে গেলেও পরে পাল্টা হামলা করে ইসলাম শেখ গোষ্ঠীর লোকজনও। তারপর এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় আসে বিশাল পুলিশ বাহিনী। চলে আসেন মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এমনকি দমকলের ২ ইঞ্জিনে আগুন নিয়ন্ত্রণে আনতে এসে পৌঁছায়।