একুশে জুলাই এর সমর্থনে মেদিনীপুর শহরে তৃণমূল কংগ্রেসের কিষাণ খেতমজুর সংগঠনের প্রস্তুতি সভা। একুশে জুলাই এর সমর্থনে শনিবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে তৃণমূল কংগ্রেসের কিষাণ খেতমজুর সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ওই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু ,রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিধায়ক দীনেন রায় ও অজিত মাইতি ,তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদক প্রদ্যুৎ ঘোষ , তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা, তৃণমূল কংগ্রেসের কিষান খেতমজুর সংগঠনের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামসুন্দর সৎপতি ও সাধারণ সম্পাদক সনত মাহাতো সহ আরো অনেকে।
আরও পড়ুন – গুলিতে খুন যুবক, তীব্র উত্তেজনা ভাটপাড়ার বাকরমহল্লায়
ওই প্রচুর সভায় সংগঠনের কর্মী ও সমর্থকরা উপস্থিত হয়েছিলেন। সংগঠনের রাজ্য সভাপতি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন একুশে জুলাই ধর্মতলার শহীদ স্মরণ অনুষ্ঠানে স্বাধীনতা আন্দোলনের পিঠস্থান ঐতিহাসিক মেদিনীপুর জেলা থেকে হাজার হাজার মানুষ যাবেন। সেই সঙ্গে সংগঠনের সদস্যরা যাতে আরো বেশি করে যায় সে ব্যাপারে দলীয় নেতৃত্ব দের তিনি নির্দেশ দেন। তিনি বলেন একুশে জুলাই মানে আবেগ, একুশে জুলাই মানে আন্দোলন, একুশে জুলাই মানে শহীদদের স্মরণ। তাই একুশে জুলাই শহীদ স্মরণ অনুষ্ঠানে কলকাতার ধর্মতলায় ঐতিহাসিক সমাবেশে তিনি সর্বস্তরের মানুষকে যাওয়ার আহ্বান জানান।
একুশে জুলাই এর প্রস্তুতি সভায় রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন করোনা পরিস্থিতির জন্য গত বছর একুশে জুলাই এর সমাবেশ কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হয়নি। কিন্তু এবছর করোণা পরিস্থিতিকে দূরে সরিয়ে রেখে একুশে জুলাই এর সমাবেশ হবে ঐতিহাসিক । ওই সমাবেশে দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন ।তাই জননেত্রীর বক্তব্য শোনার জন্য তিনি সর্বস্তরের কর্মী সমর্থকদের ধর্মতলার সমাবেশে যোগদান করার আহ্বান জানান। মেদিনীপুর শহরে