মেদিনীপুর সদর ব্লকের চুয়াশোল গ্রামে ত্রিশটি হাতির তাণ্ডব, ব্যাপক ফসলের ক্ষতির আশংকা। শনিবার রাতে ৩০ টি হাতির পাল পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের চুয়াশোল গ্রামের মাঠে নেমে পাকা ধানে মই দেয়।
প্রায় ৫০ বিঘা জমির কেটে রাখা ধান খেয়ে ফেলে হাতির দল । আরো কয়েক বিঘা জমির না কাটা ধান সেসব খেয়ে ও পায়ে মাড়িয়ে নষ্ট করে দেয় হাতির দলটি। যেভাবে হাতির দল মাঠে গিয়ে পাকা ধান চাষের ক্ষতি করছে ,তাতে ব্যাপক ফসলের ক্ষতির আশঙ্কা করছেন ওই এলাকার বাসিন্দারা । সেই সঙ্গে মাঠের ধান মাঠেই নষ্ট হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন মেদিনীপুর সদর ব্লকের চুয়াশোল সহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা।
আরও পড়ুন – মাছ মাংসের চড়া দাম, তাই চাহিদা বেড়েছে ঝিনুকের
কিভাবে ধারদেনা শোধ করবেন চাষীরা তা নিয়ে তারা চিন্তায় পড়েছেন। বহু কষ্ট করে ধার দেনা করে এবছর আমন ধান চাষ করেছিলেন চাষীরা। সেই ধান চাষ হাতির দল নষ্ট করে দেওয়ায় কার্যত একেবারে বিপাকে পড়েছেন ওই এলাকার চাষীরা । সেই সঙ্গে হাতির দলটি লোকালয়ে ঢুকে পড়ার আশঙ্কা করছেন গ্রামবাসীরা। বন দপ্তরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সেই সঙ্গে যাদের ফসলের হাতির দল ক্ষতি করেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনাস্থলে রয়েছে বন দফতরের কর্মীরা। ঘটনাস্থলে থেকে বন দফতর এর কর্মীরা হাতির দলটিকে স্থানীয় জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তা সত্ত্বেও ওই এলাকার গ্রামবাসীরা হাতির হামলার আশঙ্কায় যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন।
উল্লেখ্য, মেদিনীপুর সদর ব্লকের চুয়াশোল গ্রামে ত্রিশটি হাতির তাণ্ডব, ব্যাপক ফসলের ক্ষতির আশংকা। শনিবার রাতে ৩০ টি হাতির পাল পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের চুয়াশোল গ্রামের মাঠে নেমে পাকা ধানে মই দেয়।
প্রায় ৫০ বিঘা জমির কেটে রাখা ধান খেয়ে ফেলে হাতির দল । আরো কয়েক বিঘা জমির না কাটা ধান সেসব খেয়ে ও পায়ে মাড়িয়ে নষ্ট করে দেয় হাতির দলটি। যেভাবে হাতির দল মাঠে গিয়ে পাকা ধান চাষের ক্ষতি করছে ,তাতে ব্যাপক ফসলের ক্ষতির আশঙ্কা করছেন ওই এলাকার বাসিন্দারা । সেই সঙ্গে মাঠের ধান মাঠেই নষ্ট হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন মেদিনীপুর সদর ব্লকের চুয়াশোল সহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা।