কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবার ফুঁসে উঠলেন রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। মাত্রাতিরিক্ত জ্বালানির দাম। ক্রমশ বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম! রাজ্য-সহ সারা দেশে গত পনেরো দিনে ১৩ বার দাম বেড়েছে পেট্রোল- ডিজেলের। গত দুই সপ্তাহে লিটার প্রতি ৯ টাকা ২০ পয়সা মোট দাম বেড়েছে। তবে মাঝে গত সপ্তাহে শুক্রবার শুধু বিরতি ছিল। এই পরিস্থিতিতে নাভিশ্বাস সাধারণের। তবে এখানেই দাঁড়ি পড়েনি। মঙ্গলবার সকালে ফের নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা। শহরে পেট্রোলের দাম হয়েছে ১১৪ টাকা ছাড়িয়ে গিয়েছে। পাশাপাশি ডিজেলের দামও আরও একবার বাড়ানো হয়েছে।
প্রতি লিটার ডিজেলের দাম ৮০ পয়সা বৃদ্ধি পেয়ে ৯৮ টাকা ২২ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৯ টাকা ০২ পয়সা। এই পরিস্থিতিতে এবার কড়া ভাষায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠলেন রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। জ্বালানির মাত্রাতিরিক্ত দাম বৃদ্ধিতে তিনি সরাসরি মোদি সরকারকে নিশানা করেন।
আর ও পড়ুন লেকটাউন তেতুল তলা থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ গ্রেপ্তার দুষ্কৃতী
টুইটে কেন্দ্রীয় সরকারের ওপর ক্ষোভ উগরে তিনি লিখলেন, ”প্রতিদিন পেট্রোল, ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধি দেশে বিদ্রোহের পরিস্থিতি তৈরি করছে। এই ধরনের কাজ অর্থমন্ত্রকের মেধার দৈন্য প্রমাণ করে। এটা দেশের স্বার্থবিরোধী। জ্বালানির দাম বাড়িয়ে বাজেটের ঘাটতি পূরণ করা চরম অযোগ্যতা।” তবে এই প্রথম নয়, এর আগেও নানা বিষয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানিয়েছেন স্বামী। এবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি কেন্দ্রকে সরাসরি আক্রমন করলেন তিনি।
উল্লেখ্য,মাত্রাতিরিক্ত জ্বালানির দাম। ক্রমশ বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম! রাজ্য-সহ সারা দেশে গত পনেরো দিনে ১৩ বার দাম বেড়েছে পেট্রোল- ডিজেলের। গত দুই সপ্তাহে লিটার প্রতি ৯ টাকা ২০ পয়সা মোট দাম বেড়েছে। তবে মাঝে গত সপ্তাহে শুক্রবার শুধু বিরতি ছিল। এই পরিস্থিতিতে নাভিশ্বাস সাধারণের। তবে এখানেই দাঁড়ি পড়েনি। মঙ্গলবার সকালে ফের নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা। শহরে পেট্রোলের দাম হয়েছে ১১৪ টাকা ছাড়িয়ে গিয়েছে। পাশাপাশি ডিজেলের দামও আরও একবার বাড়ানো হয়েছে।