রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সাফল্য, পোষ্ট ডক্টরেটে প্রথম ফেলোশিপ আনলেন ড. শ্রীপর্ণা। আবারও এক অনন্য সফলতা তুলে আনল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক গবেষক পড়ুয়া। সদ্য প্রকাশিত আই সি এস এস আর এর পোষ্ট ডক্টরেটের ফেলোশিপ তুলে এনে নজির গড়লেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের গবেষক ড. শ্রীপর্ণা চট্টোপাধ্যায়।
তাঁর এমন সফলতায় উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, অধ্যাপক থেকে আধিকারিকেরা। জানা গেছে, রায়গঞ্জের বাসিন্দা ড. শ্রীপর্ণা চট্টোপাধ্যায় তাঁর পোষ্ট ডক্টরেট ডিগ্রির গবেষণা শুরু করেছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. গৌতম সরকারের তত্ত্বাবধানে। বিগত বছরের জুলাই মাস থেকে এই গবেষণার কাজও শুরু হয়েছে।
এদিন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ওই গবেষক ড. শ্রীপর্ণা চট্টোপাধ্যায় বলেন, পোষ্ট ডক্টরেটে আমার গবেষনার বিষয় হল মিলিটারি রিসেটেলমেন্ট। সেনাবাহিনী থেকে অবসরের পর দেশের অবসরপ্রাপ্ত সেনারা আর্থিক ও মানসিকভাবে ঠিক কোন পরিস্থিতিতে আছে, সেটা নিয়ে গবেষণা করছি। সেনাবাহিনী থেকে অবসরের পর দ্বিতীয় চাকুরিতে যোগদান করার সুযোগ পায় আমাদের অবসরপ্রাপ্ত সেনারা।
সেই কাজে তারা কতটা সুখী, আর্থিক পরিস্থিতি কমে যাওয়ায় মানসিক ভাবে কি পরিস্থিতিতে আছে, সেটাই গবেষণা করছি। সারা দেশের সেরা ১৫ জনের তালিকায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নাম নথিভূক্ত করতে পারায় ভীষণ আনন্দ হচ্ছে। উল্লেখ্য, দেশের সেরা ১৫ জন পোষ্ট ডক্টরেট গবেষকদের ভারত সরকারের আই সি এস এস আর মাসিক ফেলোশিপ দেন। সেই তালিকায় ড. শ্রীপর্ণা চট্টোপাধ্যায়ের নাম উঠেছে। এক্ষেত্রে বকেয়া হিসেবে ইতিমধ্যেই ফেলোশিপের ২ লক্ষ টাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে।
আরও পড়ুন – কর্মীদের চাঙ্গা করতে মাঠে উদয়ন
উল্লেখ্য, রায়গঞ্জ গার্লস, রায়গঞ্জ করোনেশনের প্রাক্তনী ড. চট্টোপাধ্যায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে উচ্চতর শিক্ষার পাঠ নিয়েছেন। পাশাপাশি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা নিয়েও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি তাঁর এই সাফল্যকে উৎসর্গ করেছেন তাঁর গবেষণার গাইড ড. গৌতম সরকার, বিভাগীয় সমস্ত অধ্যাপক ও পরিবারের সদস্যদের।
এছাড়াও নিবন্ধক ড. দুর্লভ সরকার ও উপাচার্য অধ্যাপক সঞ্চারী রায় মুখোপাধ্যায়কেও। ড. চট্টোপাধ্যায়ের এই সফলতাকে বিশ্ববিদ্যালয়ের সাফল্য বলে উল্লেখ করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডঃ দুর্লভ সরকার বলেন, ড. শ্রীপর্ণা চট্টোপাধ্যায়ের এই সাফল্যে আমরা ভীষণ খুশি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও এই সফলতায় তাঁর উচ্ছ্বাস ব্যক্ত করেছেন। ড. চট্টোপাধ্যায় আমাদেরকে গর্বিত করেছেন। তাঁর গবেষণা সফল হোক। বিশ্ববিদ্যালয়ে সাফল্য