রায়গঞ্জ রেল স্টেশনে বসবে কোচ রেষ্টুরেন্ট, চলছে প্রস্তুতি। খুব শীঘ্রই রায়গঞ্জ রেলস্টেশনে বসতে চলেছে রেলকোচ রেষ্টুরেন্ট।তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও শুরু করে দিয়েছে রেল মন্ত্রক, এমনটাই দাবি রেল আধিকারিকদের।স্থানীয় রেল স্টেশন সূত্রে জানা গিয়েছে, পুরোনো রেলের কোচকে সাজিয়ে গুছিয়ে রেষ্টুরেন্ট হিসেবে ব্যবহার করার প্রকল্প ইতিমধ্যেই ভারতের বেশ কয়েকটি স্টেশনে চালু হয়েছে।
ন্যায্য মূল্যে খাবারের পাশাপাশি স্থানীয় খাবারকেও সকলের সামনে তুলে ধরা হবে এখানে। কোচের ভেতর গড়ে তোলা হবে অত্যাধুনিক মানের এই রেস্তোরাঁটিকে। বাকি রেস্তোরাঁর মত সব ব্যবস্থাই থাকবে এখানে। বাকি সব রেস্তরাঁয় যে ধরনের খাবার পাওয়া যায়, তা সবই মিলবে এই কোচ রেস্তরাঁয়।
আরও পড়ুন – ফুটবলার রোনাল্ডোর দাম দেখুন কত
রায়গঞ্জ স্টেশনের স্টেশন ম্যানেজার রাজু কুমার জানান,এই রেস্টুরেন্ট গড়ে তোলার বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছে, যা নিয়ে ইতিমধ্যে আলোচনাও শুরু হয়েছে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী। তিনি জানান, স্টেশনের উন্নয়নের জন্য একটি রেস্তোরাঁ গড়ে তোলার কথা ভাবা হয়েছে। যার মধ্যে রেলের তরফ থেকে কোচ রেস্তোরাঁ করার কথা ভাবা হচ্ছে।
যেখানে সব ধরনের খাবার পাওয়া যাবে।এবং খাবারের দামও থাকবে হাতের নাগালে। এমন উদ্যোগ নিতে স্টেশন কমিটির মিটিংয়ে প্রস্তাব দিয়েছিল উত্তর দিনাজপুর রেল উন্নয়ন মঞ্চ, বলে জানালেন সংগঠনের সম্পাদক অঙ্কুশ মৈত্র। তিনি বলেন, আমরা যারা প্রস্তাব দিয়েছিলাম, তাদের আজ ভীষণ আনন্দ হচ্ছে। রেলস্টেশনের বাইরে পুরোনো টিকিট কাউন্টারের বাইরে এই রেষ্টুরেন্ট চালু হলে সাধারণ ক্রেতার পাশাপাশি রেলযাত্রীদেরও সুবিধা হবে।