লক্ষ্য ৫ হাজার কেজি প্লাস্টিকের বর্জ্য সংগ্রহের। প্রায় প্রতিদিনই সাত সকালে জেলার বিভিন্ন প্রান্তজুড়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা ছোট-ছোট দল করে বিভিন্ন বাজার, মহল্লা, পাড়া জুড়ে ছড়িয়ে ছীটয়ে পড়ে থাকা প্লাস্টিক সামগ্রী বস্তাবন্দী করে চলেছে। পাশাপাশি মাইক যোগে আবেদন করে চলেছে ‘প্লাস্টিকের ব্যবহার নিয়ত্রণ করুন’, যত্রতত্র প্লাস্টিক ফেলবেন না, প্লাস্টিক অনিয়ন্ত্রিত ব্যবহার জীবন বিপর্যস্ত করে তুলছে সবাই সতর্ক হোন, পান মশলা, গুটকা সহ তামাকজাত দ্রব্য সেবন করবেন না, কোভিড পরাস্ত করতে বুস্টার ডোজ নিন’…. ইত্যাদি নিরবিচ্ছিন্ন ভাবে প্রচার চালানো হচ্ছে ১লা অক্টোবর থেকে।
সারা জেলাজুড়ে নেহরু যুব কেন্দ্র পশ্চিম বর্ধমান-এর তত্ত্বাবধানে ‘দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব সমন্বয় সমিতির উদ্যোগে এবং রোটারি ক্লাব অফ দুর্গাপুর স্মার্ট সিটি এবং পশ্চিম বর্ধমান সোসাল সার্ভিস সোসাইটির সহায়তায় ‘ক্লিন ইন্ডিয়া, গ্রিন ইন্ডিয়া-স্বচ্ছ ভারত’ অনুষ্ঠানের। যা চলবে আগামী ৩১শে অক্টোবর পর্যন্ত। উদ্যোগতারা জানান, এবারের কর্মসূচির মূল লক্ষ্য সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার নির্মূল করা এবং পরিবেশ রক্ষার কাজে বহু মানুষকে সামিল করা।
আরও পড়ুন – দখলে থাকা ইউক্রেনের লিমান শহর থেকে সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হলো রুশ সেনারা
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক অনিন্দিতা মুখার্জি ও বোর্ড সদস্যা রাখী তেওয়ারি, নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুরের ডেপুটি ডাইরেক্টর প্রদীপ কুমার সাহা সহ অনান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কর্মসূচির মূল উদ্যোক্তা কবি ঘোষ সাধারণ সম্পাদক, দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব সমন্বয় সমিতির তিনি জানান, গত বছরের মতো এবারেও সারা জেলায় ৮০ টিরও বেশি স্বেচ্ছাসেবী সংগঠনকে যুক্ত করে প্রায় ৫ হাজার কেজি প্লাস্টিকের বর্জ্য সংগ্রহ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। থাকবে পদযাত্রা, মাইক প্রচার, প্রচারপত্র বিলি। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে আবাসনপ্ললী উন্নয়ন সমিতির পূজা ময়দানে এই মহতী কর্মসূচি পালন করা হয়েছে। ভালো সাড়া পাওয়া গিয়েছে বলে তিনি জানান। লক্ষ্য ৫