শান্তিপূর্ণভাবে ইটাহার ব্লকে সম্পন্ন হল প্রাথমিকের টেট পরীক্ষা। উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকেও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো প্রাথমিকের ২০২২ সালের টেট পরীক্ষা। কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে ইটাহার ব্লকে বিভিন্ন পরিক্ষাকেন্দ্রে চলতে দেখা যায় টেট পরীক্ষা। প্রশাসন সূত্রে জানা যায় ,ইটাহার ব্লকের ইটাহার ডঃ মেঘনাদ সাহা কলেজ সহ ৫ টি স্কুল অর্থাৎ মোট ৬টি কেন্দ্রে প্রাথমিক টেট পরীক্ষার সেন্টার করা হয়েছে।
এই ৬ টি কেন্দ্রে জেলার বিভিন্ন প্রান্তের দুই হাজার ৬০০ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়। সরকারি নির্দেশিকা মেনে সিসিটিভির মাধ্যমে ইটাহার ডঃ মেঘনাদ সাহা কলেজে, ইটাহার উচ্চ বিদ্যালয়, ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয়, বৈদড়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর বালিকা বিদ্যালয় ও বানবোল উচ্চ বিদ্যালয় মোট ৬টি পরীক্ষাকেন্দ্রে নজরদারি চালায় প্রশাসনের তরফে। সকাল ১১ টার মধ্যে ইটাহার থানার পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষার্থীরা।
পরীক্ষা শেষে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে আসতে দেখা যায় পরীক্ষার্থীদের। শান্তিপূর্ণভাবে ইটাহার ব্লকের টেট পরীক্ষা সম্পন্ন করতে বিভিন্ন পরিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত বিশ্বাস ও থানার আইসি মানবেন্দ্রনাথ সাহা। টেট পরীক্ষাকে কেন্দ্র করে প্রশাসনের তরফে কড়া পদক্ষেপ গ্রহণ করাকে সাধুবাদ জানিয়েছে পরীক্ষার্থীরাও।
আরও পড়ুন – কর্মীদের চাঙ্গা করতে মাঠে উদয়ন
প্রশাসনের সহযোগিতায় সরকারি নির্দেশ মেনে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সক্ষম হয়েছেন ইটাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নারায়ণ ধর। সবমিলিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো সমগ্র জেলার পাশাপাশি ইটাহার ব্লকের ২০২২ সালের প্রাথমিকের টেট পরীক্ষা।
উল্লেখ্য, শান্তিপূর্ণভাবে ইটাহার ব্লকে সম্পন্ন হল প্রাথমিকের টেট পরীক্ষা। উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকেও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো প্রাথমিকের ২০২২ সালের টেট পরীক্ষা। কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে ইটাহার ব্লকে বিভিন্ন পরিক্ষাকেন্দ্রে চলতে দেখা যায় টেট পরীক্ষা। প্রশাসন সূত্রে জানা যায় ,ইটাহার ব্লকের ইটাহার ডঃ মেঘনাদ সাহা কলেজ সহ ৫ টি স্কুল অর্থাৎ মোট ৬টি কেন্দ্রে প্রাথমিক টেট পরীক্ষার সেন্টার করা হয়েছে।