শিবের মাথায় জল ঢালতে এসে বৃষ্টির জন্য প্রার্থনা জেলা সভাপতির

শিবের মাথায় জল ঢালতে এসে বৃষ্টির জন্য প্রার্থনা জেলা সভাপতির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শিবের মাথায় জল ঢালতে এসে বৃষ্টির জন্য প্রার্থনা জেলা সভাপতির । শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তাই পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের আলমগঞ্জে বাবা বর্ধমানেশ্বর মোটা শিব মন্দিরে জল ঢালতে যান পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা ও নারী ও শিশু কল্যাণ কমিটির কর্মাধ্যক্ষ মিঠু মাঝি। প্রতি বছর শ্রাবণ মাসের সোমবার গুলিতে উপচে পড়া ভিড় হয়ে থাকে এই মন্দির চত্বরে। হাজারো মানুষের সমাগম ঘটে মন্দির প্রাঙ্গণে।

 

এবছরও তার ব্যতিক্রম নয়। সাধারণ মানুষের পাশাপাশি এইদিন মন্দিরে জেলার প্রশাসনিক কর্মীরাও এসেছিলেন শিবের মাথায় জল ঢালতে। এইদিন পুজো দিতে এসে জল ঢালতে এসে জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা জানিয়েছেন, বাবা মোটা শিব খুবই জাগ্রত, তিনি সকলের মনস্কামনা পূরণ করেন। তাই এইদিন তিনি প্রার্থনা করেন যেন পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয় এই বর্ষাকালে না হলে কৃষিভিত্তিক জেলায় কৃষিকাজ খুবই ক্ষতিগ্রস্ত হবে। এই একই কথা জানালেন নারী ও শিশু কল্যাণ কমিটির কর্মাধক্ষ্য মিঠু মাঝিও।

 

প্রসঙ্গত, রাজ্যের প্রসিদ্ধ শিব মন্দিরগুলির মধ্যে অন্যতম বর্ধমানের আলমগঞ্জের বর্ধমানেশ্বর শিব মন্দির। বিশাল আকারের কারণে এই শিব ‘মোটা শিব’ বা ‘বুড়ো শিব’ নামেও পরিচিত। এই শিবলিঙ্গের উচ্চতা প্রায় ছয় ফুট। ওজন ১৩ টনেরও বেশি। গোটাটাই একটিই কালো পাথর নিপুনভাবে কেটে তৈরি। ইতিহাসবিদদের মতে, এটিই এ রাজ্যের সবচেয়ে বড় কালো পাথরের শিবলিঙ্গ।এই শিব বর্ধমানেশ্বর শিব মন্দির নামেই পরিচিত। শ্রাবণ মাসের সোমবারে তাই মন্দির চত্বরে ভক্তগণের ভিড় ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন – প্রশাসনের ওপর ভরসা করলে হারাতে হবে সন্তানকে, সিপিএম

উল্লেখ্য, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তাই পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের আলমগঞ্জে বাবা বর্ধমানেশ্বর মোটা শিব মন্দিরে জল ঢালতে যান পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা ও নারী ও শিশু কল্যাণ কমিটির কর্মাধ্যক্ষ মিঠু মাঝি। প্রতি বছর শ্রাবণ মাসের সোমবার গুলিতে উপচে পড়া ভিড় হয়ে থাকে এই মন্দির চত্বরে। হাজারো মানুষের সমাগম ঘটে মন্দির প্রাঙ্গণে। এবছরও তার ব্যতিক্রম নয়। সাধারণ মানুষের পাশাপাশি এইদিন মন্দিরে জেলার প্রশাসনিক কর্মীরাও এসেছিলেন শিবের মাথায় জল ঢালতে।

 

এইদিন পুজো দিতে এসে জল ঢালতে এসে জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা জানিয়েছেন, বাবা মোটা শিব খুবই জাগ্রত, তিনি সকলের মনস্কামনা পূরণ করেন। তাই এইদিন তিনি প্রার্থনা করেন যেন পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয় এই বর্ষাকালে না হলে কৃষিভিত্তিক জেলায় কৃষিকাজ খুবই ক্ষতিগ্রস্ত হবে। এই একই কথা জানালেন নারী ও শিশু কল্যাণ কমিটির কর্মাধক্ষ্য মিঠু মাঝিও। প্রসঙ্গত, রাজ্যের প্রসিদ্ধ শিব মন্দিরগুলির মধ্যে অন্যতম বর্ধমানের আলমগঞ্জের বর্ধমানেশ্বর শিব মন্দির।

 

বিশাল আকারের কারণে এই শিব ‘মোটা শিব’ বা ‘বুড়ো শিব’ নামেও পরিচিত। এই শিবলিঙ্গের উচ্চতা প্রায় ছয় ফুট। ওজন ১৩ টনেরও বেশি। গোটাটাই একটিই কালো পাথর নিপুনভাবে কেটে তৈরি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top