শিয়ালদহ স্টেশন পরিদর্শনে জিএম। রবিবার শিয়ালদহ মেইন শাখার জগদ্দল, নৈহাটি স্টেশন সহ বেশকিছু স্টেশন পরিদর্শনে আসেন পূর্ব রেলের জিএম অরুন অরোরা। এদিন জিএম অরুন অরোরা জগদ্দল স্টেশনে পৌঁছলে অল ইন্ডিয়া রেলওয়ে প্যাসেঞ্জার এসোসিয়েশনের তরফ থেকে তাকে সম্বর্ধনা ঞ্জাপন করা হয়। সম্বর্ধনা ঞ্জাপন পর্বে হাজির ছিলেন প্যাসেঞ্জার এসোসিয়েশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র সাউ, মেইন শাখার সহসভাপতি কানাই জয়সওয়াল।
প্যাসেঞ্জার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র সাউ বলেন,পুর্ব রেলের জিএমের কাছে জগদ্দল স্টেশনের প্রত্যেকটি প্ল্যাটফর্মের শেড বৃদ্ধি করা, পানীয় জলের সমস্যা সমাধান,টিকিট কাউন্টারের সংখ্যা বাড়ানো এবং প্ল্যাটফর্ম চত্বরে পর্যাপ্ত আলোর ব্যাবস্থা ও নতুন মহিলা প্রতিক্ষালয় তৈরি করার দাবি জানানো হয়েছে। তাছাড়া যাত্রীদের নিরাপত্তার স্বার্থে শিয়ালদহ মেইন শাখার প্রতিটি স্টেশনে সিসিটিভি ক্যামেরা ইন্সটল করারও দাবি জানানো হয়। তাদের দাবিসমূহ ভেবে দেখার আশ্বাস দিয়েছেন পুর্ব রেলের জিএম অরুন অরোরা।
আরও পড়ুন – কর্মীদের চাঙ্গা করতে মাঠে উদয়ন
উল্লেখ্য, রবিবার শিয়ালদহ মেইন শাখার জগদ্দল, নৈহাটি স্টেশন সহ বেশকিছু স্টেশন পরিদর্শনে আসেন পূর্ব রেলের জিএম অরুন অরোরা। এদিন জিএম অরুন অরোরা জগদ্দল স্টেশনে পৌঁছলে অল ইন্ডিয়া রেলওয়ে প্যাসেঞ্জার এসোসিয়েশনের তরফ থেকে তাকে সম্বর্ধনা ঞ্জাপন করা হয়। সম্বর্ধনা ঞ্জাপন পর্বে হাজির ছিলেন প্যাসেঞ্জার এসোসিয়েশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র সাউ, মেইন শাখার সহসভাপতি কানাই জয়সওয়াল।
প্যাসেঞ্জার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র সাউ বলেন,পুর্ব রেলের জিএমের কাছে জগদ্দল স্টেশনের প্রত্যেকটি প্ল্যাটফর্মের শেড বৃদ্ধি করা, পানীয় জলের সমস্যা সমাধান,টিকিট কাউন্টারের সংখ্যা বাড়ানো এবং প্ল্যাটফর্ম চত্বরে পর্যাপ্ত আলোর ব্যাবস্থা ও নতুন মহিলা প্রতিক্ষালয় তৈরি করার দাবি জানানো হয়েছে। তাছাড়া যাত্রীদের নিরাপত্তার স্বার্থে শিয়ালদহ মেইন শাখার প্রতিটি স্টেশনে সিসিটিভি ক্যামেরা ইন্সটল করারও দাবি জানানো হয়। তাদের দাবিসমূহ ভেবে দেখার আশ্বাস দিয়েছেন পুর্ব রেলের জিএম অরুন অরোরা।