শিলিগুড়ি এসডিও অফিস অভিযান করল যৌথ মঞ্চ

শিলিগুড়ি এসডিও অফিস অভিযান করল যৌথ মঞ্চ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শিলিগুড়ি এসডিও অফিস অভিযান করল যৌথ মঞ্চ। অবিলম্বে চাই বকেয়া মহার্ঘ ভাতা, স্থায়ীকরণ ও স্বচ্ছতার সঙ্গে নিযোগএমনই সব দাবি নিয়ে রাজ্য সরকারের কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক কর্মচারী শিক্ষক ও শিক্ষা কর্মীদের যৌথ মঞ্চের আহবানে বুধবার শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তর অভিযান সামিল হলেন কর্মচারী শিক্ষকরা। এদিন শিলিগুড়ি এয়ারভিউ মোড় থেকে শ্লোগান মুখরিত একটি সুসজ্জিত মিছিল হিলকার্ট রোড ধরে এসডিও দফতর অভিযানে রওনা দিলে শিলিগুড়ি বাস টার্মিনাস পার হলেই মিছিলটিকে আটকে দেয় স্থানীয় পুলিশ প্রশাসন।

 

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগেই শিলিগুড়ি জংশন এলাকার হিলকার্ট রোডের একটি দিক ব্যারিকেড তৈরি করে রাখা হয়। সেখানে যৌথ বাঞ্চের নেতৃত্বরা অবস্থান-বিক্ষোভ শুরু করেন। বকেয়া মহার্ঘ ভাতা, অস্থায়ী পদে নিয়োগ ও স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়ার দাবিতে এদিনের মহকুমা শাসকের দপ্তর অভিযানে অংশ নেন বহু শ্রমিক কর্মচারী,শিক্ষক ও শিক্ষা কর্মীরা। দশটি সংগঠনের এই যৌথ মঞ্চের নেতৃত্ব এসডিও অফিসের সামনে তাদের তিন দফা দাবি সমর্থনে বক্তব্য পেশ করেন।

আরও পড়ুন – চাকরি ফিরে পাচ্ছেন শিক্ষকেরা।

উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা ১২জুলাই কমিটির যুগ্ম আবাহয়ক পার্থ ভৌমিক।কো-অর্ডিনেশন কমিটির কেন্দ্রীয় নেতৃত্ব তাপস চক্রবর্তী, জেলা সম্পাদক অরিন্দম মিত্র , এবিটিএর জেলা সম্পাদক বিশ্বনাথ দত্ত সহ যৌথ মঞ্চের নেতৃত্ব সঞ্জয় আচার্য, ভজন চৌধুরী,অরিন্দম ব্যানার্জি প্রমুখ।উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের শীতকালীন অধিবেশন চলাকালীন, রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী, শিক্ষক ও শিক্ষা কর্মীদের যৌথ মঞ্চের আহবানে বকেয়া মহার্ঘ ভাতা/রিলিফ, স্বচ্ছতার সাথে শূন্য পদে নিয়োগ, অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণের দাবি সহ ৩ দফা দাবিতে কলকাতা ও পার্শ্বস্থ জেলাগুলির কর্মচারীদের নিয়ে বিধানসভা অভিযানের কর্মসূচী এদিন গ্রহণ করা হয়।তারই অঙ্গ হিসাবে বুধবার দুপুরে শিলিগুড়ি এসডিও অফিস অভিযান।

 

এই অভিযানে অংশ নেয় পশ্চিমবঙ্গ কলেজ শিক্ষাকর্মী ইউনিয়ন,নিখিলবঙ্গ শিক্ষক সমিতি,নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি,রাজ্য কো-অর্ডিনেশন কমিটি,পঞ্চায়েত যৌথ কমিটি,পশ্চিমবঙ্গ পলিটেকনিক শিক্ষক ও শিক্ষা কর্মী ইউনিয়ন,শিলিগুড়ি মিউনিসিপ্যাল ওয়ার্কসমেন এমপ্লয়িজ ইউনিয়ন,পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা কর্মী সমিতি ও পেনশনার্সদের যৌথ মঞ্চ। অফিস অভিযান

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top