সমাজ যাদের দেয় খোঁটা, তাদের ঘরেই হোক ভাই ফোঁটা’অভিনব এই বার্তা নিয়ে যৌনকর্মীদের ভাইফোঁটা। ভাই বোনদের ভালোবাসার সম্পর্কের নিঃস্বার্থতার প্রতীক ভাইফোঁটা। আর সেই উপলক্ষেই অচেনা ভাইদের ফোঁটা দিয়ে তাদের মঙ্গল কামনা করলেন মালদহ শহরের নিষিদ্ধ পল্লী এলাকার যৌনকর্মীরা। সমাজ যাদের দেয় খোঁটা, তাদের ঘরেই হোক ভাই ফোঁটা’এই বার্তা কে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে অভিনব এক ভাই ফোটার আয়োজন করেছিল দুর্বার সমন্বয় মহিলা সমিতি ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।
আরও পড়ুন – আইজ্যাক লিটন: বাংলা ওয়েব সিরিজে ভিন্নধর্মী গল্পের সূচনা
এই প্রসঙ্গে স্বেচ্ছাসেবী সংস্থা এসিয়ান ওয়েলফেয়ার গ্রুপের এক সদস্য জানান, পতিতালয়ের দিদি ও বোনেদের সমাজের চোখে যোগ্য সম্মান তুলে দিতে তাদের তাদের এই অভিনব উদ্যোগ। গত পাঁচ বছর ধরে তারা এই ভাই ফোঁটার আয়োজন করে আসছেন। এই উপলক্ষে তারা দিদি এবং বোনেদের হাতে বেশ কিছু উপহার তুলে দেন। অপর দিকে মালদহ দুর্বার মহিলা সমন্বয় সমিতির এক সদস্যা জানান, বিগত পাঁচ বছর ধরে এই দাদা এবং ভাইদেরকে আমরা ফোটা দিয়ে আসছি।
এদের কাউকেই ব্যক্তিগতভাবে আমরা চিনি না। তবুও তারা আজকের এই দিনে আমাদেরকে যে সম্মান দিয়েছেন তার জন্য আমরা তাদের কাছে ঋণী। তারা যেমন আমাদেরকে বেশ কিছু উপহার তুলে দিয়েছেন আমরাও আমাদের সাধ্যমত ভাইদেরকে কিছু উপহার তুলে দিয়েছি। এই উদ্যোগ সাধারণ মানুষের বাহবা কুড়াল।
উল্লেখ্য, সমাজ যাদের দেয় খোঁটা, তাদের ঘরেই হোক ভাই ফোঁটা’অভিনব এই বার্তা নিয়ে যৌনকর্মীদের ভাইফোঁটা। ভাই বোনদের ভালোবাসার সম্পর্কের নিঃস্বার্থতার প্রতীক ভাইফোঁটা। আর সেই উপলক্ষেই অচেনা ভাইদের ফোঁটা দিয়ে তাদের মঙ্গল কামনা করলেন মালদহ শহরের নিষিদ্ধ পল্লী এলাকার যৌনকর্মীরা। সমাজ যাদের দেয় খোঁটা, তাদের ঘরেই হোক ভাই ফোঁটা’এই বার্তা কে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে অভিনব এক ভাই ফোটার আয়োজন করেছিল দুর্বার সমন্বয় মহিলা সমিতি ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।