স্বনির্ভর গোষ্ঠীর ব্লক সম্পাদিকার ওপর প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে হামলা। স্কুল পোশাকের কাপড় আটকানোর জের। স্বনির্ভর গোষ্ঠীর ব্লক সম্পাদিকার ওপর প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে বাসস্ট্যান্ডে হামলা। রক্তাক্ত জখম অবস্থায় ভর্তি করা হয়েছে মহেশাইল হাসপাতালে। বুধবার সকালে মুর্শিদাবাদের সুতির সাজুরমোড়ের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, স্থানীয় হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে সুতি দু’নম্বর ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর সম্পাদিকা সাকিলা বানুর উপরে হামলা চালানো হয়। জানা গিয়েছে, এক মহিলার সঙ্গে হাসপাতালে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, সাজুর মোড় এলাকায় দু’জন সাকিলা বানুকে ডাকে। কাছে যেতেই হাতের মোবাইল কেড়ে নিয়ে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। মঙ্গলবার একটি মোটর চালিত ভ্যানে গাড়িতে করে বিশ্ব বাংলার লোগো লাগানো কাপড় সূতি থেকে নবগ্রামে পাচার হচ্ছিল।
সেই সময় সাকিলা বানুর নেতৃত্বে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা গাড়িটিকে আটকায়। খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসে। এদিকে গাড়ি আটকানো হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পোশাক তৈরির বরাত পাওয়া সূতি ২ ব্লকের কাশিমনগরের স্বনির্ভর গোষ্ঠীর মহিলা জিন্নাতুন্নেসা বিবি। দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। খবর পেয়ে সূতি থানার পুলিস ঘটনাস্থলে ছুটে আসে।
আরও পড়ুন – ট্যাবলেটে দুর্গা মুর্তি বানিয়ে জাতীয়স্তরে পুরস্কৃত হল বীরভূমের প্রসেনজিৎ
পুলিস গাড়ি ভর্তি কাপড় থানায় নিয়ে যেতে চাইলে জিনাতুন্নেসা ও তার লোকেরা বাধা দেয়। ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবশেষে পুলিস কাপড় ভর্তি ভ্যানটিকে থানায় নিয়ে যায়। সাকিলা বানু ও তার গোষ্ঠীর মহিলাদের অভিযোগ, কাপড় নবগ্রামে পাচার করা হচ্ছিল। যদিও অভিযুক্ত জিন্নাতুন্নেসার দাবি, পাচার নয়, পোশাক তৈরির জন্য নবগ্রামে পাঠানো হচ্ছিল।