সুভাষ চক্রবর্তীর প্রয়াণ দিবসে স্মারক আলোচনা। প্রয়াত সিপিএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর ত্রয়োদশ প্রয়াণ দিবস উপলক্ষে পানিহাটির লোকসংস্কৃতি ভবনে এক স্বারক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সুভাষ চক্রবর্তী ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সভার আয়োজন করা হয়েছিল। সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হওয়ার মিনিট চল্লিশ আগে ওই প্রেক্ষাগৃহের মুল মঞ্চের সিলিংয়ের চাঙর আচমকাই ভেঙ্গে পড়ে। সৌভাগ্য বশত সেই সময় সন্মানিয় অতিথিরা কেউ সভা মঞ্চে উপস্থিত ছিলেন। তাই এ যাত্রায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই মিলেছে। ঘটনা প্রসঙ্গে সিপিএম নেতা অনির্বাণ ভট্টাচার্য বলেন,প্রেক্ষাগৃহটির রক্ষনাবেক্ষনের অভাবে এই অবস্থা। অনুষ্ঠান শুরুর আগে মুল মঞ্চের সিলিংয়ের চাঙর ভেঙ্গে পড়ায় কোন অঘটন ঘটেনি।
তবে অনুষ্ঠান চলাকালীন চাঙড় ভেঙ্গে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারত। পানিহাটির প্রাক্তন বাম পুরপ্রধান চারন চক্রবর্তীর বক্তব্যে, বিষয়টি বর্তমান পুর-কতৃপক্ষের নজরে আনা হবে। যাতে লোকসংষ্কৃতী ভবনটি অবিলম্বে সংষ্কার করা হয়। এই বিষয়টি নিয়ে পানিহাটি পুরসভার বর্তমান উপ-পুরপ্রাধান সুভাষ চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি বলেন,ঘটনাটি কাকতলীয়। ভবনটি সংষ্কারের কাজ কিছুটা সম্পন্ন হয়েছে। যদিও টাকার অভাবে এখনও পুরোটা সংষ্কার করা সম্ভব হয়ে ওঠেনি। যদি এটা না বলি,সত্যকে অস্বীকার করা হবে। এই ঘটনার জন্যে আমরা দুঃখিত। তিনি আরও বলেন, পুরসভার সিআইসি মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
আরও পড়ুন – ইডি র দিনভর তল্লাশি জেলার বিভিন্ন প্রান্তে, রাজনৈতিক ব্যাক্তি থেকে ব্যবসায়ী
খুব শিঘ্রই পুরসভার তরফ থেকে ভবনটিকে পুরোপুরি সংষ্কার করে থিয়েটার হলের উপযোগী করে তোলা হবে। ওইদিন সন্ধ্যায় অনুষ্ঠানে হাজির ছিলেন, বামফ্রন্ট চেয়ারম্যান মহম্মদ সেলিম, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার,প্রাক্তন সাংসদ তড়িৎ তোপদার,প্রাক্তন বিধায়ক মানস মুখার্জী,সিটু নেত্রী গার্গী চ্যাটার্জী, সুভাষ মুখার্জী সহ অন্যান্য জেলা ও রাজ্য স্তরের বাম নেতৃত্বরা। অনুষ্ঠান শেষে বামফ্রন্ট চেয়ারম্যান মহম্মদ সেলিম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, আগে ছিল চোরের মায়ের বড় গলা। এখন দেখছি চোরের পিসির বড় গলা। স্মারক আলোচনা