হাওড়া পুলিশের সাফল্য,বাড়ি ফিরল নিখোঁজ যুবক। হাসনাবাদের নিখোঁজ এক বালককে হাওড়া থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল হাওড়া থানার পুলিশ। হাওড়া থানা সূত্রের খবর, গত ২২ নভেম্বর জনৈক টোটো চালক একজন মানসিক ভারসাম্যহীন বালককে (১৭) হাওড়া থানাতে নিয়ে আসেন। ওই বালক বার বার শুধু ভাঙরে তার পরিবারের কাছে যাওয়ার কথা বলছিলো।
ওই বালকের এই কথার পরিপ্রেক্ষিতে ভাঙর থানার সাথে হাওড়া থানার পুলিশ যোগাযোগ করে। তখনই জানতে পারা যায় যে একজন সাংবাদিক এইরকম মানসিক ভারসাম্যহীন এক বালকের খোঁজ করেছিলেন ওই থানায়। তৎক্ষণাৎ সেই
সাংবাদিকের সাথে যোগাযোগ করে ওই বালকের ছবি মিলিয়ে জানা যায় যে ওই নিখোঁজ বালকের নাম আরাবুল গাজী, গোবিন্দপুর, হাসনাবাদের বাসিন্দা। এরপর সঠিকভাবে তার পরিচয় প্রমাণপত্র মিলিয়ে নিয়ে তার পরিবারের হাতে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। মূলত ওই টোটো চালক ও সাংবাদিকের সাহায্যে হাওড়া থানা ও ভাঙড় থানার যৌথ প্রয়াসে ওই মানসিক ভারসাম্যহীন নিখোঁজ বালককে তার পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
আরও পড়ুন – মহার্ঘ্যভাতা অবিলম্বে প্রদানের দাবি তুলে শিলিগুড়ি মহকুমা শাসকের দফতরে অভিযান
উল্লেখ্য, হাসনাবাদের নিখোঁজ এক বালককে হাওড়া থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল হাওড়া থানার পুলিশ। হাওড়া থানা সূত্রের খবর, গত ২২ নভেম্বর জনৈক টোটো চালক একজন মানসিক ভারসাম্যহীন বালককে (১৭) হাওড়া থানাতে নিয়ে আসেন। ওই বালক বার বার শুধু ভাঙরে তার পরিবারের কাছে যাওয়ার কথা বলছিলো। ওই বালকের এই কথার পরিপ্রেক্ষিতে ভাঙর থানার সাথে হাওড়া থানার পুলিশ যোগাযোগ করে। তখনই জানতে পারা যায় যে একজন সাংবাদিক এইরকম মানসিক ভারসাম্যহীন এক বালকের খোঁজ করেছিলেন ওই থানায়।
তৎক্ষণাৎ সেই সাংবাদিকের সাথে যোগাযোগ করে ওই বালকের ছবি মিলিয়ে জানা যায় যে ওই নিখোঁজ বালকের নাম আরাবুল গাজী, গোবিন্দপুর, হাসনাবাদের বাসিন্দা। এরপর সঠিকভাবে তার পরিচয় প্রমাণপত্র মিলিয়ে নিয়ে তার পরিবারের হাতে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। মূলত ওই টোটো চালক ও সাংবাদিকের সাহায্যে হাওড়া থানা ও ভাঙড় থানার যৌথ প্রয়াসে ওই মানসিক ভারসাম্যহীন নিখোঁজ বালককে তার পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।