হাওড়া বইমেলার শুভ সূচনায় মন্ত্রী অরূপ রায়। হাওড়া বইমেলার শুভ সূচনা করা হল।বুধবার বিকেলে শরৎ সদন প্রাঙ্গনে হাওড়া বইমেলার সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।এদিন বইমেলার উদ্বোধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী, হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান ডাঃ সুজয় চক্রবর্তী, বিধায়ক কল্যাণ ঘোষ, সমীর পাঁজা, প্রিয়া পাল।এছাড়াও মেলা কমিটির তরফে উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র পারিষদ শ্যামল মিত্র এবং সুশোভন চট্টোপাধ্যায়।বই মেলা সূত্রে জানা গিয়েছে, বইমেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টো থেকে রাত্রি ৮টা পর্যন্ত চলবে এই বইমেলা।
প্রতিদিনই মেলার মঞ্চে থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, হাওড়ার সমস্ত বিশিষ্ট কবি, সাহিত্যিকরা উপস্থিত থাকবেন এই বইমেলায়। মেলায় মিলবে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ বই। মূলত হাওড়া জেলা বইমেলা এবার হাওড়া গ্রামীণে অনুষ্ঠিত হওয়ায় হাওড়া শহরবাসীর মধ্যে একটা চাপা অসন্তোষ ছিল।
আরও পড়ুন – মধ্যপ্রদেশে পুরসভা নির্বাচনে বিজেপির বড় জয়
দাবিও তোলা হয়েছিল। তাই হাওড়া শহরে মানুষের সেই ইচ্ছাকে গুরুত্ব দিয়ে হাওড়ার শরৎ সদন প্রাঙ্গনে ২৫ জানুয়ারি থেকে বইমেলা শুরু হয়েছে। এদিন বইমেলা উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, সারা পশ্চিমবাংলায় যত পুলিশ বাহিনী আছে তাদের একার পক্ষে প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক পাড়ায় পাড়ায় গ্রামের ভিতরে কোথায় কি হচ্ছে তা জানা সম্ভব নয়। এটা আমাদের যুব সমাজকেই দায়িত্ব নিতে হবে পাড়ায় পাড়ায় বোনেদেরকে রক্ষা করার।