হাকিমপুর সীমান্ত থেকে দুই দালালসহ দশ বাংলাদেশি আটক

হাকিমপুর সীমান্ত থেকে দুই দালালসহ দশ বাংলাদেশি আটক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

হাকিমপুর সীমান্ত থেকে দুই দালালসহ দশ বাংলাদেশি আটক। উত্তর ২৪ পরগনা বসিরহাটের স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশের তারালি সীমান্তের ঘটনা। বছর ২৪,এর যুবক রাহান বিশ্বাস বাড়ি স্বরূপনগর থানার নিত্যানন্দকাটি গ্রামে। মোটরবাইক নিয়ে তারালি সীমান্তের দিকে যাচ্ছিল সেই সময় ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরে বাহিনী জওয়ানদের সন্দেহ হয় ।তাকে জিজ্ঞাসাবাদ করতেই কথায় অসংলগ্ন ধরা পরে, তারপর মোটরবাইক চেকিং করতে গিয়ে দেখা যায় বাইকের মধ্যে যে ব্যাটারি থাকে তার মধ্য থেকে প্রায় ২, কিলো ৬৫০ গ্রাম রুপার গহনা উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য লক্ষাদিক টাকা।

 

এক দিকে পাচারকারীকে গ্রেফতার করে বিএসএফ। অন্যদিকে উদ্ধারা হওয়ার রুপোর গহনা তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। পাশাপাশি হাকিমপুর সীমান্ত থেকে ২, দালালসহ মোট ১০ জন বাংলাদেশিআটক করেছে ১১২ নম্বর নম্বর ব্যাটেল সীমান্তরক্ষী বাহিনী।এদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায়,এরা এদেশে সীমান্ত বেরিয়ে অবৈধভাবে ঢুকে পড়ে। বিএসএফের সন্দেহ হলে এদের জিজ্ঞাসা করলে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারিনি। ভিন্ন রাজ্যের কাজের উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা ছক কষে ছিল বাংলাদেশিরা। তাদেরকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

আরও পড়ুন – ইদ -উল- আযহা উপলক্ষ্যে ভারত- বাংলাদেশ বৈদেশিক বানিজ্য স্থগিত সপ্তাহব্যাপী

উল্লেখ্য, উত্তর ২৪ পরগনা বসিরহাটের স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশের তারালি সীমান্তের ঘটনা। বছর ২৪,এর যুবক রাহান বিশ্বাস বাড়ি স্বরূপনগর থানার নিত্যানন্দকাটি গ্রামে। মোটরবাইক নিয়ে তারালি সীমান্তের দিকে যাচ্ছিল সেই সময় ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরে বাহিনী জওয়ানদের সন্দেহ হয় ।তাকে জিজ্ঞাসাবাদ করতেই কথায় অসংলগ্ন ধরা পরে, তারপর মোটরবাইক চেকিং করতে গিয়ে দেখা যায় বাইকের মধ্যে যে ব্যাটারি থাকে তার মধ্য থেকে প্রায় ২, কিলো ৬৫০ গ্রাম রুপার গহনা উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য লক্ষাদিক টাকা।

 

এক দিকে পাচারকারীকে গ্রেফতার করে বিএসএফ। অন্যদিকে উদ্ধারা হওয়ার রুপোর গহনা তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। পাশাপাশি হাকিমপুর সীমান্ত থেকে ২, দালালসহ মোট ১০ জন বাংলাদেশিআটক করেছে ১১২ নম্বর নম্বর ব্যাটেল সীমান্তরক্ষী বাহিনী।এদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায়,এরা এদেশে সীমান্ত বেরিয়ে অবৈধভাবে ঢুকে পড়ে। বিএসএফের সন্দেহ হলে এদের জিজ্ঞাসা করলে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারিনি। ভিন্ন রাজ্যের কাজের উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা ছক কষে ছিল বাংলাদেশিরা। তাদেরকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top