হ্যারি কেইনের আলো নিভিয়ে এমবাপ্পের উচ্ছ্বাস

হ্যারি কেইনের আলো নিভিয়ে এমবাপ্পের উচ্ছ্বাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

হ্যারি কেইনের আলো নিভিয়ে এমবাপ্পের উচ্ছ্বাস। হাসি যেন থামার নয়। অল্পের জন্য বেঁচে গিয়েই এই হাসি এমবাপ্পের। খেলা ঘুরে যেতে পারত, যদি হ্যারি কেইনের আলো নিভে না যেত। মূলত শনিবার দিনগত রাতে ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় পেনাল্টি মিস করেছিলেন কেইন, তাতেই পিছিয়ে থেকে হারতে হয়েছে ইংলিশদের। ওখানেই নিভে গেছে হ্যারি কেইন ও ইংল্যান্ডের আলো। শনিবার দিনগত রাতে কাতারে আল বায়াত স্টেডিয়ামে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স।

 

ম্যাচে প্রথম গোলের পিছনে অবদান রেখেছিলেন তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে প্রথম পেনাল্টি থেকে সমতায় ফিরেছিল হ্যারি কেইনের দল। দ্বিতীয় গোল দিয়ে ফ্রান্স নিয়েছিল আবারও লিড। তবে সেবারও পেনাল্টি থেকে ইংল্যান্ড সমতায় ফেরার সুযোগ পেয়েছিল। কিন্তু হ্যারি কেইনের নেওয়া দ্বিতীয় পেনাল্টির শট চলে যায় গোল বারের অনেক ওপর দিয়ে। যেন বল নয়, গোল বারের ওপর দিয়ে নিয়ে যায় ইংলিশদেরও। তারকার এমন ভুল শট নেওয়া দেখে উচ্ছ্বাস থামাতে পারেননি এমবাপ্পে। শিশুসুলভ হাসি দিয়ে তিনি এখন ভাইরাল।

 

কাতার বিশ্বকাপে ফ্রান্সের প্রথম ম্যাচ থেকে জ্বলে ওঠা এমবাপ্পে রীতিমতো মাঠে অগ্নিমূর্তি ধারণ করছেন। দেখিয়েছেন গতির খেলা এবং ভেলকি। মাঠে ক্ষিপ্রতার সঙ্গে আক্রমণে নামার যে অদ্ভুত ক্ষমতা রয়েছে এমবাপ্পের, সেটি বিরল। ইংল্যান্ডের হ্যারি কেইনের আলো সম্ভবত ভর করেছিল এমবাপ্পের ওপরেই। এবার প্রমাণ করার পালা কতটা যোগ্য স্ট্রাইকার তিনি।

আরও পড়ুন – কর্মীদের চাঙ্গা করতে মাঠে উদয়ন

ইতোমধ্যে কাতার বিশ্বকাপে ৫ গোল করে গোল্ডেন বুট জেতার তালিকায় শীর্ষে রয়েছেন ফরাসি তারকা এমবাপ্পে। চারটি করে দ্বিতীয়তে রয়েছেন লিওনেল মেসি। একই অবস্থানে আছেন ফরাসি আরেক স্ট্রাইকার অলিভিয়ার গিরুদ। আগামী ১৪ ডিসেম্বর রাত ১টায় কাতারের আল বায়াত স্টেডিয়ামে সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top