১৮লক্ষ টাকা ব্যয়ে ঘাট বাঁধায় রতুয়াতে

১৮লক্ষ টাকা ব্যয়ে ঘাট বাঁধায় রতুয়াতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৮লক্ষ টাকা ব্যয়ে ঘাট বাঁধায় রতুয়াতে। মালদা জেলা পরিষদের উদ্যোগে ১৮লক্ষ টাকা ব্যয়ে
রতুয়া টু ব্লকের শ্রীপুর টু অঞ্চলের চাতর ঘাটের বাঁধায় কাজ শুরু হল।বুধবার কাজের শিলান্যাস করেন মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুল হক এবং জেলা পরিষদের স্থানীয় সদস্যা তথা বন ভূমি কর্মদক্ষা সেতারা খাতুন।

 

এ ব্যাপারে মালদা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষা সিতারা খাতুন বলেন, আগে ওই ঘাটে সিড়ি বাঁধাই ছিল কিন্তু বন্যার প্রকোপে ওই ঘাটে ধস নামে এবং সিঁড়ি ভেঙ্গে যায়। প্রায় কুড়ি থেকে পঁচিশ ফিট উঁচু গর্তের সৃষ্টি হয়। যার জেরে আতঙ্ক দিন কাটছিল ঘাট সংলগ্ন পরিবার গুলির। জেলা পরিষদের ঐকান্তিক প্রচেষ্টায় ঘাট বাঁধাই এর কাজ শুরু হয়েছে। মানুষের পাশে থেকে কাজ করতে পেরে ভালো লাগছে।

আরও পড়ুন – ‘মা’ ক্যান্টিনে পাঁচ টাকায় মাংস ভাত।

উল্লেখ্য, ১৮লক্ষ টাকা ব্যয়ে ঘাট বাঁধায় রতুয়াতে। মালদা জেলা পরিষদের উদ্যোগে ১৮লক্ষ টাকা ব্যয়ে
রতুয়া টু ব্লকের শ্রীপুর টু অঞ্চলের চাতর ঘাটের বাঁধায় কাজ শুরু হল।বুধবার কাজের শিলান্যাস করেন মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুল হক এবং জেলা পরিষদের স্থানীয় সদস্যা তথা বন ভূমি কর্মদক্ষা সেতারা খাতুন।

 

এ ব্যাপারে মালদা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষা সিতারা খাতুন বলেন, আগে ওই ঘাটে সিড়ি বাঁধাই ছিল কিন্তু বন্যার প্রকোপে ওই ঘাটে ধস নামে এবং সিঁড়ি ভেঙ্গে যায়। প্রায় কুড়ি থেকে পঁচিশ ফিট উঁচু গর্তের সৃষ্টি হয়। যার জেরে আতঙ্ক দিন কাটছিল ঘাট সংলগ্ন পরিবার গুলির। জেলা পরিষদের ঐকান্তিক প্রচেষ্টায় ঘাট বাঁধাই এর কাজ শুরু হয়েছে। মানুষের পাশে থেকে কাজ করতে পেরে ভালো লাগছে।

 

উল্লেখ্য, ১৮লক্ষ টাকা ব্যয়ে ঘাট বাঁধায় রতুয়াতে। মালদা জেলা পরিষদের উদ্যোগে ১৮লক্ষ টাকা ব্যয়ে
রতুয়া টু ব্লকের শ্রীপুর টু অঞ্চলের চাতর ঘাটের বাঁধায় কাজ শুরু হল।বুধবার কাজের শিলান্যাস করেন মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুল হক এবং জেলা পরিষদের স্থানীয় সদস্যা তথা বন ভূমি কর্মদক্ষা সেতারা খাতুন।

 

এ ব্যাপারে মালদা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষা সিতারা খাতুন বলেন, আগে ওই ঘাটে সিড়ি বাঁধাই ছিল কিন্তু বন্যার প্রকোপে ওই ঘাটে ধস নামে এবং সিঁড়ি ভেঙ্গে যায়। প্রায় কুড়ি থেকে পঁচিশ ফিট উঁচু গর্তের সৃষ্টি হয়। যার জেরে আতঙ্ক দিন কাটছিল ঘাট সংলগ্ন পরিবার গুলির। জেলা পরিষদের ঐকান্তিক প্রচেষ্টায় ঘাট বাঁধাই এর কাজ শুরু হয়েছে। মানুষের পাশে থেকে কাজ করতে পেরে ভালো লাগছে।

 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top