২কেজি সাপের বিষ উদ্বার করে বনদপ্তরকে দিল বিএসএফ। -গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাত্রে ২ কেজি ১৪০ গ্রাম সাপের বিষ উদ্ধার করে বিএসএফ। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের চকগোপাল বিএসএফ ক্যাম্প এলাকার ঘটনা। বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটালিয়ান একটি মেড ইন ফ্রান্স লেখা কাঁচের জার ভর্তি সাপের বিষ উদ্ধার করে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে ,মোট বিষের পরিমাণ দুই কেজি ১৪০ গ্রাম যার আন্তর্জাতিক চোরা বাজারে আনুমানিক মূল্য প্রায় ১৭ কোটি টাকা।
বাংলাদেশ থেকে ভারতে আসার সময় পাচারকারীরা টহলরত যোগানদার দেখে বিষ ভর্তি জার ফেলে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। এদিন বৃহস্পতিবার ওই সাপের বিষ ভর্তি জার বালুরঘাটে বনদপ্তর এর হাতে তুলে দেওয়া হয় বিএসএফের পক্ষ থেকে। বালুরঘাট বনদপ্তরের ডেপুটি রেঞ্জার নিখিল ক্ষেত্রী জানান, বিএসএফের দেওয়া ওই বিষের নমুনা আদালতের মাধ্যমে পরীক্ষার জন্য পাঠানো হবে।
আরও পড়ুন – মহার্ঘ্যভাতা অবিলম্বে প্রদানের দাবি তুলে শিলিগুড়ি মহকুমা শাসকের দফতরে অভিযান
উল্লেখ্য, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাত্রে ২ কেজি ১৪০ গ্রাম সাপের বিষ উদ্ধার করে বিএসএফ। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের চকগোপাল বিএসএফ ক্যাম্প এলাকার ঘটনা। বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটালিয়ান একটি মেড ইন ফ্রান্স লেখা কাঁচের জার ভর্তি সাপের বিষ উদ্ধার করে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে ,মোট বিষের পরিমাণ দুই কেজি ১৪০ গ্রাম যার আন্তর্জাতিক চোরা বাজারে আনুমানিক মূল্য প্রায় ১৭ কোটি টাকা।
বাংলাদেশ থেকে ভারতে আসার সময় পাচারকারীরা টহলরত যোগানদার দেখে বিষ ভর্তি জার ফেলে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। এদিন বৃহস্পতিবার ওই সাপের বিষ ভর্তি জার বালুরঘাটে বনদপ্তর এর হাতে তুলে দেওয়া হয় বিএসএফের পক্ষ থেকে। বালুরঘাট বনদপ্তরের ডেপুটি রেঞ্জার নিখিল ক্ষেত্রী জানান, বিএসএফের দেওয়া ওই বিষের নমুনা আদালতের মাধ্যমে পরীক্ষার জন্য পাঠানো হবে।