বিজেপি সাংসদের বাড়ি থেকে উদ্ধার হল ১০ বছরের এক কিশোরের ঝুলন্ত দেহ, জানা গিয়েছে, ওই কিশোর বিজেপি নেতার পরিচারিকার ছেলে। শনিবার ওই কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ১০ বছরের ওই কিশোর আত্মহত্যা করেছে। শনিবার অসমের শিলচরের সাংসদ রাজদীপ রায়ের বাড়ি থেকে ১০ বছরের কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মৃত কিশোরের মা ওই বিজেপি নেতার বাড়িতে বিগত আড়াই বছর ধরে কাজ করেন। তাদের বাড়ি অসমের ঢোলাই এলাকায়।
সঙ্গে সঙ্গে ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ দেহটি শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে গিয়েছে ময়নাতদন্তের জন্য। ওই রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
জানা গিয়েছে, ঘটনার সময় এই পরিচারিকা তাঁর মেয়েকে নিয়ে বাইরে গিয়েছিলেন। সেই সময় কিশোর ফোন চায়। ওই মহিলা নিজের ফোন দিয়ে যান। ঘণ্টাখানেক বাদে তারা যখন ফিরে আসেন, তখন দেখতে পান কিশোরের দেহ সিলিং ফ্যান থেকে ঝুলছে। মৃত্যুর ঘটনায় যথাযথ তদন্তের জন্য বিজেপি সাংসদ শিলচরের পুলিশ সুপারিন্টেন্ডেন্টের সঙ্গে কথা বলেছেন বলেও জানা গিয়েছে।
বিজেপি সাংসদ রাজদীপ রায় জানান, পরিচারিকার দুই সন্তান রয়েছে। ১০ বছরের ওই কিশোর পঞ্চম শ্রেণিতে পড়ত। তাঁর দিদি অষ্টম শ্রেণিতে পড়ে। তিনি নিজেই ওই কিশোরকে স্কুলে ভর্তি করেছিলেন। ওই কিশোরের ব্যবহারও খুব ভাল ছিল বলে জানান। বিজেপি নেতার বাড়ির প্রথম তলেই পরিচারিকা তাঁর পরিবার নিয়ে থাকত।
আরও পড়ুন – শান্তনু ঠাকুরের কনভয়ে ধাক্কা গাড়ির, কনভয় ফলো করছিল বলে অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর
শনিবার বিজেপি সাংসদ কাজে পার্টি অফিসে ছিলেন। তাঁর বাড়ি থেকে হঠাৎ ফোন আসে। বাড়িতে জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছে, দ্রুত তাঁকে বাড়ি আসতে বলা হয়। তিনি বাড়ি গিয়ে দেখতে পান, পরিচারিকার ছেলের দেহ সিলিং ফ্য়ান থেকে ঝুলছে।