২১শের মঞ্চে দাঁড়িয়ে ‘দিল্লি চলো’র ডাক অভিষেকের, কবে হবে আন্দোলন ? আগামী ২ অক্টোবর ‘দিল্লি চলো’র ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বকেয়া টাকা আদায়ের জন্য আগেই দিল্লি যাওয়ার কথা জানিয়েছিলেন অভিষেক। এবার আগামী ২ অক্টোবর দিল্লি যাওয়ার কথা ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রায় এক লাখ ১৫ হাজার কোটি টাকা বকেয়া আছে কেন্দ্রের কাছ থেকে বলে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুমাস ব্যাপী নব জোয়ার কর্মসূচি সব জায়গায় দিল্লি চলোর ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই তারিখ নির্ধারণ করে দিলেন তিনি।
ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে মূলত তিনটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মূল মঞ্চে ছিলেন দলের শীর্ষ নেতৃত্ব। পাশের আরেকটি মঞ্চে ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। এছাড়াও আরেকটি মঞ্চে উপস্থিত ছিলেন শহিদ পরিবারের সদস্যরা। এর আগে পঞ্চায়েত নির্বাচনের বিপুল জয়ের পর ২১ শে জুলাইয়ে বিজয় উৎসবের কথা থাকলেও নির্বাচনে প্রচুর তৃণমূল কর্মীর মৃত্যু হওয়ায় এদিন শ্রদ্ধা দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নেয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কোচবিহার থেকে কাকদ্বীপ, শিলিগুড়ি থেকে ক্যানিং সমস্ত জায়গা থেকেই এদিন তৃণমূল কর্মীরা সমাবেশে যোগ দিয়েছিলেন। ধর্মতলায় এদিন ছিল শুধুই কালো মাথার ভিড়। কয়েক লাখ মানুষের জন সমাগম হয় বলেই এদিন তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন – কালীঘাটে নিজের বাড়িতে মুখ্যমন্ত্রী দেখা করলেন ১৩ জন শহিদ পরিবারের জনা তিরিশ…
এদিনের সভা থেকে অভিষেক জানান, আমরা দিল্লির সরকারের কাছে মাথা নত করবো না। জনগণকে নিয়ে গিয়ে আনদলন সংগঠিত করার দায়িত্ব তিনি নিচ্ছেন বলে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, ‘আগামী দিনের আন্দোলন দিল্লির বুকে হবে, কৃষি ভবনের বাইরে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব।’ গান্ধীজির জন্ম জয়ন্তীতে এই আন্দোলনের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতদিন রাজ্যের বকেয়া নিয়ে অনুরোধ করা হলেও কেন্দ্রীয় সরকারের কোনও প্রক্তিক্রিয়া না পাওয়ায় আগামী দিনে দিল্লি চলোর ডাক দিলেন তিনি বলে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।