গতকাল দিল্লিতে অনুষ্ঠিত হল জাতীয় চলচ্চিত্র পুরস্কার, কারা পেলেন সেরার তকমা?

গতকাল দিল্লিতে অনুষ্ঠিত হল জাতীয় চলচ্চিত্র পুরস্কার, কারা পেলেন সেরার তকমা?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
গতকাল দিল্লিতে অনুষ্ঠিত হল জাতীয় চলচ্চিত্র পুরস্কার, কারা পেলেন সেরার তকমা?

গতকাল অর্থাৎ মঙ্গলবার রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল ৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। যদিও বিজয়িদের নাম আগেই ঘোষণা হয়েছিল। তবে আনুষ্ঠানিকভাবে গতকাল  বিজয়ীদের হাতে খেতাব তুলে দেওয়া হল সাড়ম্বরে। প্রতি বছরের মতোই এবছরও জাতীয় পুরস্কারের মঞ্চ আলো করেছিলেন কলাকুশলীরা। গতকাল দিল্লির বিজ্ঞান মঞ্চে অনুষ্ঠিত হল এ বছরের জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন।

আরও পড়ুনঃ বুধবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে দিলীপ কটাক্ষ করলেন পুজো নিয়ে

৬৯ তম জাতীয় পুরস্কারের মঞ্চে এই প্রথমবার পা দিলেন আলিয়া ভাট। গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির সূত্রে এ বছরের জাতীয় পুরস্কারে তিনি সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। স্বামী রণবীরের সঙ্গে জাতীয় পুরস্কার গ্রহণ করতে এলেন আলিয়া। স্ত্রীর গৌরবে ভীষণ খুশি স্বামী রণবীরও। মঞ্চে যখন আলিয়া পুরস্কার গ্রহণ করছেন সেই মুহূর্তটা মোবাইল ক্যামেরায় ফ্রেম বন্দি করে রাখলেন রণবীর।

 

এদিন আলিয়া ভাটের সঙ্গেই যুগ্মভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছিলেন কৃতি শ্যানন। ‘মিমি’ ছবির জন্য যৌথ ভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার নিলেন কৃতি। এত বড় সাফল্যে কার্যতই কৃতির চোখেমুখে উপচে পড়ছিল খুশির ঝলক।

 

অন্যদিকে, ‘পুষ্পা’ গত বছরের অন্যতম আলোচিত ছবিগুলির একটি। সেই ছবির জন্য সেরা পুরুষ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার জিতেছিলেন আল্লু অর্জুন। দক্ষিণী তারকা এদিন উপস্থিত হয়েছিলেন। রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিলেন আল্লু অর্জুন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাঝেই কৃতি এবং আল্লু অর্জুনকে দেখা যাচ্ছিল কখনও একসাথে সেলফি তুলতে, আবার কখনও ‘পুষ্পা’র চেনা ভঙ্গিমায় পোজ দিচ্ছিলেন কৃতি।

 

এ বছর দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন ওয়াহিদা রহমান। চলচ্চিত্র জগতে তার দীর্ঘ অবদানের জন্য এই পুরস্কার তুলে দেওয়া হল অভিনেত্রীর হাতে। পুরস্কার পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ওয়াহিদা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গলায় শোনা গেল ওয়াহিদা রহমানের প্রতি অকুণ্ঠ প্রশংসা। ছবির জগতে যেখানে অনেকেই নাম পাল্টে ফেলেন সেখানে ওয়াহিদা রহমানকে বলা যায় স্বনামধন্যা’, বক্তব্য রাষ্ট্রপতির। শেরশাহ ছবির জন্য স্পেশাল জুরি অ্যাওয়ার্ড দেওয়া হল পরিচালক করণ জোহরকে। এই নিয়ে দু’বার জাতীয় পুরস্কার জিতলেন করণ জোহর।আরআরআর ছবির জন্য রাজামৌলি পেলেন সেরা জনপ্রিয় ছবির পুরস্কার। পুরস্কার নিতে মঞ্চে উপস্থিত ছিলেন এই ছবির কলাকুশলীদের অনেকেই।

 

৬৯তম জাতীয় পুরস্কারে ফের একবার শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পেলেন শ্রেয়া ঘোষাল। এই নিয়ে পঞ্চমবার জাতীয় পুরস্কার পেলেন গায়িকা। তামিল ছবি ‘ইরাভিন নিজাল’-এর ‘মায়াভা ছায়াভা’ গানের জন্য জাতীয় পুরস্কার জিতলেন শ্রেয়া।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top