ফের বাতিল কলকাতা-পুরী স্পেশাল, আর কোন কোন ট্রেন বাতিল, জেনে নিন,

ফের বাতিল কলকাতা-পুরী স্পেশাল, আর কোন কোন ট্রেন বাতিল, জেনে নিন,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ফের বাতিল কলকাতা-পুরী স্পেশাল, আর কোন কোন ট্রেন বাতিল, জেনে নিন,করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর ৪৮ ঘণ্টা পার হয়ে গিয়েছে। কিন্তু, এখনও যেন মৃত্যুপুরী বাহানাগা স্টেশন চত্বর। এখনও ট্রেনের দোমড়ানো-মোচড়ানো বগিগুলি ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। মৃতদেহের সার থেকে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের ব্যবহৃত সামগ্রী পড়ে রয়েছে। রেললাইনও ভেঙেচুড়ে রয়েছে। যার জেরে এখনও ওই লাইনে ট্রেন পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হয়নি। ফলে রবিবার ফের বাতিল (Cancelled) করা হল কলকাতা-পুরী স্পেশাল ট্রেন (Kolkata-Puri Spl. Train) সহ ওই রুটের বেশ কয়েকটি ট্রেন। কিছু ট্রেনের রুট বদল করা হয়েছে। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জেরেই ট্রেনগুলি বাতিল করা হল জানিয়ে দক্ষিণ-পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে। কোন ট্রেনগুলি বাতিল হয়েছে, দেখে নেওয়া যাক একনজরে…

 

 

 

 

 

 

 

 

 

 

প্রসঙ্গত, গত শুক্রবার, ২ জুন সন্ধ্যায় ওড়িশার বালেশ্বর থেকে ৪০ কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে আপ করমণ্ডল এক্সপ্রেস। মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগে ৩টি বগি ছাড়া গোটা ট্রেনটি বেলাইন হয় এবং খেলনার মতো এদিক-ওদিক ছিটকে পড়ে বগিগুলি। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় ডাউন যশবন্তপুর এক্সপ্রেসও। ভয়াবহ এই দুর্ঘটনার জেরে রেললাইন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু হয়েছে অন্তত ২৮৫ জনের। আহত কয়েকশো। নিখোঁজ বহু যাত্রী। এটা শতাব্দীর ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বলে দাবি। এই ঘটনার পর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধারকাজ সম্পন্ন হয়নি। ফলে ওই লাইনে ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। শুক্রবার রাত থেকেই পুরী, যশবন্তপুর সহ ওই লাইনের একাধিক ট্রেন বাতিল হয়েছে। বলা ভাল,পুরী রুটে কোনও ট্রেন চলছে না।অনেক ট্রেনের রুট বদল করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে,পর্যটক থেকে সাধারণ যাত্রীদের গন্তব্য পৌঁছে দিতে পুরী,কটক ও ভুবনেশ্বর থেকে ফ্রি বাস পরিষেবা চালু করেছে ওড়িশা সরকার।

 

 

 

 

আরও পড়ুন – করমণ্ডল বিপর্যয়কাণ্ডে সিবিআই তদন্তের সুপারিশ করল রেল,

 

 

 

 

০৩১০১ কলকাতা-পুরী স্পেশাল ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ৪ জুন, রবিবার রাত ১১টা ৪০ মিনিটে ছাড়ার কথা ছিল।এটি বাতিল করা হয়েছে।এছাড়া এদিনের ০৮৪৪০ পাটনা-পুরী এক্সপ্রেসটিও বাতিল হয়েছে।অন্যদিকে,এসএমভিবি বেঙ্গালুরু-জেসিডি ট্রেনটি রাত ১০টার বদলে সাড়ে ১২টায় ছাড়বে।আবার আগামী ৬ জুনের ১২৫১০ গুয়াহাটি-এসএমভিবি বেঙ্গালুরু এক্সপ্রেস,৭ জুনের ১২৫৫২ কামাখ্যা এসএমভিবি বেঙ্গালুরু এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top