ভোটের দফার কথা উঠতেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য নওশাদের , ‘কিছু একটা হবে সোমবার’, এক দফায় পঞ্চায়েত ভোট নিয়ে ইতিমধ্যেই বিরোধীদের গলায় কার্যত বিরোধিতার সুর। সরাসরি একাধিক দফার কথা না বললেও এক দফায় ভোটের জন্য এত বাহিনী দেওয়া কেন্দ্রের পক্ষে আদৌ সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) । এবার দফা নিয়ে ইঙ্গিতপূর্ণ ভাঙড়ের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকিও (Naushad Siddiqui)। কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি লিখেছিলেন তিনি। হাইকোর্টে মামলাও করেছেন নওশাদ (Naushad Siddiqui)। সোমবার সেই মামলার শুনানি। তার আগে শনিবার নওশাদকে (Naushad Siddiqui) ভোটের দফা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সোমবার দেখতে পাবেন কিছু হচ্ছে। আমাদের পক্ষ থেকে কিছু হতে পারে। আলোচনা চলছে। যে বাহিনী দিচ্ছে তা পর্যাপ্ত নয়, এক দফা ভোটের জন্য বাহিনী বাড়ানো বা কিছু সোমবারই যা হওয়ার হবে। সোমবারই আপনারা দেখতে পাবেন কিছু একটা হবে।” রাজনৈতিক মহলের মতে, ভোটের দফা বাড়াতে বিজেপির পর এবার আদালতে সওয়াল করতে পারে আইএসএফও।
নওশাদ সিদ্দিকিকে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার আগে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রক থেকে তাঁর বাড়িতে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা আসেন। তাঁর বাড়ি, লোকেশন খতিয়ে দেখে যান আধিকারিকরা। দু’ একদিনের মধ্যেই আসবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং আধিকারিকরা।
আরও পড়ুন – কেদারনাথের ‘সোনার দেওয়াল’ নিয়ে ১২৫ কোটির দুর্নীতির অভিযোগ,
আরও পড়ুন – তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের নামে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্টের অভিযোগে গ্রেফতার…
যদিও সূত্রের খবর, কেন্দ্র ইতিমধ্যেই ভাঙড়ের বিধায়কের নিরাপত্তার জন্য সিদ্ধান্ত নিয়েছে। সোমবারই হয়ত নিরাপত্তারক্ষীরা এসে পৌঁছতে পারেন। নওশাদ তাঁর চিঠিতে প্রাণ সংশয়ের আশঙ্কাও প্রকাশ করেছিলেন। নিরাপত্তাহীনতায় ভোগার কথাও উল্লেখ করেন।
( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)