‘শুভেন্দুর পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে’, আক্রমণ সায়ন্তিকার, জবাব বিজেপির ,

‘শুভেন্দুর পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে’, আক্রমণ সায়ন্তিকার, জবাব বিজেপির , বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান নিয়ে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) , তিনি বললেন, “শুভেন্দু (Suvendu Adhikary) চটি ছেড়ে এখন বুট চাটতে গিয়েছেন। তাঁর পাপের প্রায়শ্চিত্ত আমাদের করতে হচ্ছে।” এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিজেপি (BJP)। আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়ার গঙ্গাজলঘাটির নবগ্রামে সভা করে তৃণমূল(TMC)। সেই সভার প্রধান বক্তা সায়ন্তিকা (Sayantika Banerjee)  ছিলেন। বিভিন্ন ইস্যুতে কেন্দ্রকে লাগাম ছাড়া আক্রমণ শানান তিনি।

 

 

 

 

এরপর নিজের বক্তব্যের সমর্থনে সায়ন্তিকা বলতে গিয়ে বলেন, “শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অফিসিয়ালি চোর। বুট চাটলেও তাঁর পাপ যাবে না।” এ দিকে, নেত্রীর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে গেরুয়া শিবির (BJP) । তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) যে ভাষায় কথা বলেন সায়ন্তিকাও (Sayantika Banerjee) সেই একই ভাষাতে কথা বলছেন। বিজেপি (BJP) জেলা সভাপতি বিল্লেশ্বর সিংহ বলেন, “এটাই ওদের কালচার। যে সর্বোচ্চ নেত্রী তাঁর মুখেও এই ভাষা। কলকাতা থেকে এসে বাঁকুড়ায় (Bankura) দাঁড়িয়েছিল। মানুষ দু’গালে থাপ্পড় মেরেছে। তাও এখানে আসে।”

 

 

আরও পড়ুন –  তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের নামে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্টের অভিযোগে গ্রেফতার…

 

 

আরও পড়ুন –   রাজ্যে টহলদারি শুরু করল কেন্দ্রীয় বাহিনী, গণনার পরে আরও ১৫ দিন রাজ্যে…

 

 

 

আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়ার (Bankura) গঙ্গাজলঘাটির নবগ্রামে সভা করে তৃণমূল (TMC)। সেই সভার প্রধান বক্তা সায়ন্তিকা (Sayantika Banerjee) ছিলেন। বিভিন্ন ইস্যুতে কেন্দ্রকে লাগাম ছাড়া আক্রমণ শানান তিনি। তখনই আচমকা বেঁফাস মন্তব্য করে বসেন এই তারকা। তাঁর বক্তব্য, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এত পাপ করেছেন যে এখন প্রায়শ্চিত্ত করতে হচ্ছে তাঁদের।

 

( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )