নওশাদকে নিযে মুখ খুলনেন তাঁর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ আনা তরুণী। ঠিক কী বললেন তিনি? বেশ কয়েকদিন ধরে রাজ্য রাজনীতির শিরোনামে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। তৃণমূল নেতাদের সঙ্গে তরজা জড়ান নওশাদ। এহেনও নওশাদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ঘিরে ফের তপ্ত রাজ্য রাজনীতি। নওশাদের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস সহ একাধিক অভিযোগে এদিন নিউ টাউন থানায় অভিযোগ দায়ের করেন এক তরুণী। দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে নওশাদের সম্পর্ক ছিল বলে অভিযোগে দাবি করেছেন ওই তরুণী। তাঁর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। অভিযোগকারিনী ও তাঁর সঙ্গীদের সঙ্গে বিধাননগর পুরসভার চেয়ারম্যানকে কথা বলে দেখা যায়।
নওশাদের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তৃণমূল নেতা সব্যসাচী বলেন,’দেখুন এই সব বিষয়ে সাধরণত আমরা মাথা ঘামাতে চাই না। কিন্তু খুব দুঃখজনক ব্যাপার যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক একজন মহিলা এক বিধায়কের বিরুদ্ধে এমন অভিযোগ করছেন,যা বলতেও খারাপ লাগছে।উনি লিখিত আকারে দিয়েছেন,পুলিশের থেকে বিষয়টি জানা যাবে।আইন আইনের পথে চলবে,ঘটনার সত্যতা প্রমাণিত হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।নওশাদ সিদ্দিকি ওই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন বলে শুনলাম।মহিলার ভাইয়ের থেকে স্থানীয়ভাবে আমরা বিষয়টি জানতে পারি।ওই মহিলা এয়ারপোর্ট থানা এলাকার বাসিন্দা।’
অন্যদিকে থানায় অভিযোগ দায়ের হওয়ার পর,এখনও এই প্রসঙ্গে মুখ খোলেননি ভাঙড়ের ISF বিধায়ক।এই সময়ের তরফে এই নিয়ে নওশাদকে ফোন করা হলে তিনি বলেন,’আমি এখনই এই বিষয়ে কোনও কথা বলছি না।লিখিত অভিযোগ হাতে না পাওয়া অবধি এই নিয়ে কোনও কথা বলব না।’
নওশাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে থানা থেকে বেরনোর পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ওই তরুণী।তিনি বলেন,’দেখুন এখনই আমি কিছু বলতে চাইছি না।আপনার নিশ্চয়ই শুনেছি আমি কী অভিযোগ করেছি।পরে আমি সংবাদমাধ্যমকে ডেকে নিশ্চয় সবটা বলব।যাঁর নামে অভিযোগ রয়েছে তাঁকে আপনারা জিজ্ঞেস করুন।’
আরও পড়ুন – ভাঙড়ের ‘অশান্তি’র সিসিটিভি ফুটেজ চাইল আদালত
তরুণী আরও বলেন,’আমি থানায় অভিযোগ দায়ের করেছি। এফআইআরও হয়ে গিয়েছে।দীর্ঘদিন ধরে উনি আমাকে শারীরিক নিগ্রহ করেছেন।বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করেছেন।কতদিন ধরে এইসব চলেছে,সেই নিয়ে এখনই আমি কিছু বলব না।’