Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
আগামী সপ্তাহে ফের বঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে ফের বঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আগামী সপ্তাহে ফের বঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ধর্মতলায় শাহের সভার অনুমতি আদালতের, চ্যালেঞ্চ করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য

আগামী সপ্তাহে ফের বঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর,১৪ ও ১৫ সেপ্টেম্বর উত্তরবঙ্গে তাঁর সফরে আসার কথা। অন্যদিকে, আগামী ১৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। তার আগে উত্তরবঙ্গে অমিত শাহর(Amit Shah) দুদিনের এই বঙ্গ সফর যথেষ্ট রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাত্‍পর্যপূর্ণ বলে মনে করছে্ন ওয়াকিবহল মহল।

 

সূত্রের খবর অনুযায়ী, আগামী সপ্তাহের ১৩ ও ১৪ সেপ্টেম্বর অর্থাত্‍ বুধ এবং বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশের জনগণের জন্য দুই থেকে তিনটি নয়া প্রকল্পের ঘোষণা করা হতে পারে। এদিকে শনিবার সন্ধ্যায় কলকাতায় এসে উপস্থিত হয়েছেন এই রাজ্যের বিজেপির দায়িত্বপ্রাপ্ত বিএল সন্তোষ(B L Santosh)। শহরে তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে। এদিকে ১৮ সেপ্টেম্বর থেকে সংসদে যে বিশেষ অধিবেশন শুরু হচ্ছে তাতে ঠিক কি কি বিষয়ে আলোচনা হবে তা নিয়ে এখনও জানানো হয়নি কোন কিছু। বিশেষ অধিবেশনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তরবঙ্গ সফর তাই কিসের ইঙ্গিত সেটাই এখন বড় প্রশ্ন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ,গোটা দেশজুড়ে আসন্ন লোকসভা নির্বাচনের আগে নিজস্ব এজেন্সি দিয়ে আগাম সমীক্ষা চালাচ্ছে বিজেপি।

আরও পড়ুনঃ দল বদলের পরেই কি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অপরাধের সংখ্যা বেড়েছে?

 

ওই সমীক্ষাতে এই রাজ্যে এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে বিজেপির শ্রেণীর লোকসভা নির্বাচনে ন’টির বেশি আসন জিততে পারবে না বলে রিপোর্টে প্রকাশ পেয়েছে। যা নিয়ে চিন্তিত রীতিমতো বিজেপি কেন্দ্রীয় কমিটি সহ এ রাজ্যের বঙ্গ বিজেপি ব্রিগেড। এর আগে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার চিঠি দিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে(J P Nadda) লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের ফলাফল বঙ্গে কি হতে পারে সেই প্রসঙ্গে দুশ্চিন্তার বার্তা দিয়েছিলেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গেরুয়া শিবির বঙ্গে নিজেদের দুর্বলতা কাটিয়ে কিভাবে ভোট বাক্সে ফায়দা নেওয়া যায় তা নিয়ে মরিয়া হয়ে উঠেছে।

en.wikipedia.org

ওই সমীক্ষাতে এই রাজ্যে এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে বিজেপির শ্রেণীর লোকসভা নির্বাচনে ন’টির বেশি আসন জিততে পারবে না বলে রিপোর্টে প্রকাশ পেয়েছে। যা নিয়ে চিন্তিত রীতিমতো বিজেপি কেন্দ্রীয় কমিটি সহ এ রাজ্যের বঙ্গ বিজেপি ব্রিগেড। এর আগে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার চিঠি দিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে(J P Nadda) লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের ফলাফল বঙ্গে কি হতে পারে সেই প্রসঙ্গে দুশ্চিন্তার বার্তা দিয়েছিলেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top