Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
শাহরুখের প্রশংসায় অল্লু অর্জুন মুখে

শাহরুখের প্রশংসায় অল্লু অর্জুন মুখে

শাহরুখের প্রশংসায় অল্লু অর্জুন মুখে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
শাহরুখের প্রশংসায় অল্লু অর্জুন মুখে

বক্সঅফিসে একের পর এক ছক্কা হাঁকাচ্ছে কিং খানের জাওয়ান।  মাত্র সাতদিনে বিশ্বব্য়াপী ৬৫০ কোটির ব্যবসা করেছে শাহরুকের জাওয়ান। আর এবার এই ছবির ভূয়সী প্রশংসা করল দক্ষিণী ছবির সুপারস্টার অল্লু অর্জুন (Allu Arjun)। ‘জওয়ান’-এর গোটা টিমকে অভিনন্দন জানিয়েছেন অভিনেতা।

আরও পড়ুনঃ লোকসভার আগে দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

পাশাপাশি তিনি ট্যুইটে লিখেছেন, ‘এই বিশাল ব্লকবাস্টারের জন্য ‘জওয়ান’ টিমকে অভিনন্দন। পুরো কাস্ট, টেকনিশিয়ান, ক্রু এবং প্রযোজকদের আন্তরিক শুভেচ্ছা’। শাহরুখ খানের জন্য় অভিনেতা বলেন, ‘আপনার জন্য় সত্য়িই খুশি স্য়ার’। এর পাশাপাশি, পরিচালক অ্য়াটলি, দীপিকা পাড়ুকোন ও নয়নতারারও ভূয়সী প্রশংসা করলেন অভিনেতা।

 

প্রসঙ্গত, শাহরুখের এই অ্যাকশন থ্রিলার মুক্তি পায় ৭ সেপ্টম্বর।। শুরুতেই পাঠান-র রেকর্ডও ভেঙে দেয় ‘জওয়ান।’ বলিউডে এর আগে সবচেয়ে ওপেনিং করেছিল পাঠান। যা মূলত ৫৭ কোটি। জওয়ান সেই রেকর্ড ভেঙে ওপেনিংয়েই হিন্দি-তামিল মিলিয়ে ৭৫ কোটির গন্ডি ছোঁয়।

 

আজ মনোবালা বিজয়বালান টুইট করে জানিয়েছেন, ‘জওয়ান বিশ্বব্য়াপী ৬৫০ কোটিরও বেশি ব্য়বসা করেছে। সাত দিনে শুধুমাত্র ভারতেই ৯৭০৯৫৬ টিকিট বিক্রি হয়েছে।’ তথ্য় অনুসারে, ইতিমধ্য়েই ৩৬৮.৬৮ টাকা আর করে ফেলেছে এই ছবি।

 

অন্য়দিকে, ইতিমধ্য়েই ছবিটির একাধিক ক্লিপিং সহ সিনেমাটি বিভিন্ন প্ল্যাটফর্মে ফাঁস হয়ে যাচ্ছে। আর এই পাইরেস ঠেকাতেই উদ্য়োগী হল শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। প্রোডাকশান হাউসের তরফে জানানো হয়েছে, ইতিমধ্য়েই বিভিন্ন প্ল্যাটফর্ম জুড়ে পাইরেসির সঙ্গে যুক্ত ব্য়ক্তিদের খোঁজ করা শুরু হয়ে গেছে। যারা দোষী, তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা দায়ের করা হবে বলেও জানা গেছে। বেআইনিভাবে রেকর্ডিং করা, ছবি অনলাইনে ফাঁস করা, এই ধরনের প্রতারণা-চুরি রুখতেই এই ব্য়বস্থা বলে জানা যাচ্ছে।

 

উল্লেখ্য, ‘জওয়ান’ জ্বর থেকে বাদ যাননি শিল্পপতি আনন্দ মহিন্দ্রাও (Anand Mahindra)। সম্প্রতি শাহরুখকে দেশের ‘জাতীয় সম্পদ’ ঘোষণার দাবি জানালেন তিনি। দুবাইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে শাহরুখের উপস্থিতি ঘিরে উন্মাদনার ভিডিও শুক্রবার ট্যুইটারে (অধুনা X) পোস্ট করেন আনন্দ। তাতে তিনি লেখেন, ‘প্রত্যেক দেশ নিজের প্রাকৃতিক খনিজ সম্পদকে আগলে রাখে। খনন করে তা তুলে রফতানি করে বিদেশে, যাতে সঞ্চিত বিদেশি মুদ্রার ভাঁড়ার ফুলে ফেঁপে ওঠে। এবার হয়ত শাহরুখ খানকে জাতীয় সম্পদ ঘোষণার সময় এসেছে’।

en.wikipedia.org

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top