ভারত-কানাডার সম্পর্ক অবনতিতে খালিকিস্তানপন্থীদের দাপট এখন চরম আকার নিয়েছে(India-Canada Conflict)। একটি গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে, সেখানে সংখ্যালঘু হিন্দুদের লাগাতার দেশ ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে। হিন্দু মন্দিরগুলিতে ভাঙচুর চালানো হচ্ছে। কানাডায় কর্মরত এক ভারতীয় আধিকারিক জানিয়েছেন, প্রকাশ্যেই হুমকি দিচ্ছে খলিস্তানপন্থীরা। দেশ ছাড়তে বলছে হিন্দুদের।
আরও পড়ুন: বাতিল রাজ্যপালের বিদেশ সফর
নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিকের অভিযোগ, কানাডা প্রশাসন এই বিষয়ে পুরোপুরি নীরব। মাদাক পাচার,তোলাবাজির মত কেলেঙ্কারি নিয়েও কোনও পদক্ষেপ করছে না কানাডা প্রশাসন। হিংসার অভিযোগ মানতেই নারাজ সে দেশের সরকার। তাঁর দাবি,কানাডার প্রায় সব গুরুদ্বারগুলিতে খলিস্তানিদের যাতায়াত অবাধ। সেখানেই খলিস্তানপন্থীরা হিন্দু-বিরোধী প্রচার চালাচ্ছে। হিন্দুদের টার্গেট করে স্লোগান লিখছে বিচ্ছিন্নবাদী ‘শিখ ফর জাস্টিস’ (SFJ) নামের সংগঠন।
গোয়েন্দা সূত্রের খবর, কয়েক বছর ধরেই কানাডায় খলিস্তানিরা সক্রিয় (India-Canada Conflict0। পাঞ্জাবের অধিকাংশ চরমপন্থীদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। পাঞ্জাবের অর্ধেকেরও বেশি সন্ত্রাসবাদী বর্তমানে কানাডায় আশ্রয় নিয়েছে। কিছুদিন আগেই বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী তাঁর টুইটার পোস্টে লিখেছিলেন, ‘‘কানাডার মাটিতে ভারতীয় নাগরিকেরা ভারত বিরোধী তৎপরতা এবং রাজনৈতিক প্ররোচনামূলক ঘৃণার জেরে হিংসার শিকার হতে পারেন।’’ কানাডার মাটিতে সে দেশের খলিস্তানি নেতা হরদীপ সিংহ নিজ্জরকে খুনের জন্য ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর দিকে ট্রুডো অভিযোগের আঙুল তোলায় উত্তেজনা ছড়িয়েছে সে দেশে বসবাসকারী শিখ সম্প্রদায়ের একাংশের মধ্যেও। কানাডার মাটিতে সে দেশের খলিস্তানি নেতা হরদীপ সিংহ নিজ্জরকে খুনের জন্য ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর দিকে ট্রুডো অভিযোগের আঙুল তোলায় উত্তেজনা ছড়িয়েছে সে দেশে বসবাসকারী শিখ সম্প্রদায়ের একাংশের মধ্যেও।
বিদেশ মন্ত্রকের আশঙ্কা, পরিস্থিতির সুযোগ নিয়ে ভারত বিরোধী শক্তি ভারতীয় কূটনীতিক এবং ভারতীয় নাগরিকদের নিশানা করতে পারে। চলতি মাসেই স্বাধীন ও সার্বভৌম খলিস্তান রাষ্ট্রের দাবিতে কানাডার কট্টরপন্থী শিখ গোষ্ঠী ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) অন্টারিও-সহ কয়েকটি এলাকায় জমায়েত এবং গণভোটের ডাক দিয়েছে। ভারতে নিষিদ্ধ এবং খলিস্তানপন্থী সংগঠন সাম্প্রতিক কালে কানাডার কয়েকটি ভারতীয় দূতাবাসে বিক্ষোভও দেখিয়েছে। এই আবহে ‘উত্তেজনাপূর্ণ’ এলাকাগুলি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় নাগরিকদের। ভারতে নিষিদ্ধ এবং খলিস্তানপন্থী সংগঠন সাম্প্রতিক কালে কানাডার কয়েকটি ভারতীয় দূতাবাসে বিক্ষোভও দেখিয়েছে। এই আবহে ‘উত্তেজনাপূর্ণ’ এলাকাগুলি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় নাগরিকদের।