কোভিড পরবর্তী সময়ে মোবাইলে ভিডিও দেখার প্রবণতা একধাক্কায় অনেকটাই বেড়েছে। ওয়েব সিরিজের সঙ্গে এখন খুবই পরিচিত বাঙালি দর্শক। ফলে মোবাইলের সঙ্গে অনেকটা বেশিই সময় কাটছে ছোট থেকে বড় সকলের। আর সেই মতো নেটিজেনদের রসদ জুগিয়ে চেলেছে নানা ধরণের ওটিটি প্ল্যাটফর্ম। যার মধ্যে অন্যতম Hoichoi ।
আরও পড়ুনঃ এবারের পুজোয় কলকাতা সফরে আসছেন রোনাল্ডিনহো
বাংলা সিনেমা এবং বাংলা সিরিজ, বিশ্ব বাঙালিদের কাছে তুলে ধরছে তারা। এবছর তাদের Season 7! অর্থাত্ টানা ৭ বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে নিজেদের পায়ের তলার জমি শক্ত করেছে ব্র্যান্ড Hoichoi, তৈরি হয়েছে তাদের নিজস্বতা, বেড়েছে জনপ্রিয়তাও।
‘২০১৭-র যখন আমরা যাত্রা শুরু করি তখন উদ্দেশ্য ছিল যে সাধারণ মানুষ সিনেমায় বা টেলিভিশনে যা যা দেখতে পাচ্ছেন না সেটাই তাদের সামনে তুলে ধরা। কোভিডের পরে মানুষের চাহিদা অনেকটা বদলেছে। কারণ আগে মানুষ সিরিজ শুধুমাত্র মোবাইলে দেখতেন, এখন স্মার্টটিভিতে দেখছেন। একা নন, পরিবারের সঙ্গে বসে। ফলে আমরাও সেভাবে স্ট্র্যাটেজি বদলেছি। আমাদের যে নতুন সিরিজ বা গল্প আসছে তাতে থাকছে পারিবারিক ছোঁয়া, অর্থাত্ পরিবারের সকলে একসঙ্গে বসে টিভিতে যাতে গল্প দেখতে পারেন, সেই চেষ্টাই ছিল সিজিন ৭-র গল্পগুলো তৈরির পিছনে’, জানালেন Hoichoi-র সিওও সৌম্য মুখোপাধ্যায়। একা নন, পরিবারের সঙ্গে বসে। ফলে আমরাও সেভাবে স্ট্র্যাটেজি বদলেছি। আমাদের যে নতুন সিরিজ বা গল্প আসছে তাতে থাকছে পারিবারিক ছোঁয়া, অর্থাত্ পরিবারের সকলে একসঙ্গে বসে টিভিতে যাতে গল্প দেখতে পারেন, সেই চেষ্টাই ছিল সিজিন ৭-র গল্পগুলো তৈরির পিছনে’, জানালেন Hoichoi-র সিওও সৌম্য মুখোপাধ্যায়।
ঘোষণা করা হয়েছে Hoichoi-র সিজিন ৭-র। মোট ২৪ শোয়ের কথা উল্লেখ করা হয়েছে যার মধ্যে থাকছে ১৩টি নতুন গল্প এবং ১১টি জনপ্রিয় সিরিজের নতুন সিজিন। একেনবাবু, গোরা, ইন্দুরা যেমন ফিরছেন, তেমনই থাকছে ডাকঘর, নষ্টনীড়, আবার রাজনীতি, নিখোঁজ, বোধন, সম্পূর্ণা সিরিজের পরবর্তী পর্যায়। তবে এবারের মূল আকর্ষণ অবশ্যই চিরঞ্জিত চক্রবর্তী, দেবশ্রী রায়ের ওয়েব দুনিয়ায় পা রাখা। সৌরভ চক্রবর্তীর নির্দেশনায় দেবশ্রী রায়কে দেখা যাবে কেমিষ্ট্রি মাসি সিরিজে এক মধ্যবয়সী ভ্লগারের ভূমিকায়। তবে এবারের মূল আকর্ষণ অবশ্যই চিরঞ্জিত চক্রবর্তী, দেবশ্রী রায়ের ওয়েব দুনিয়ায় পা রাখা। সৌরভ চক্রবর্তীর নির্দেশনায় দেবশ্রী রায়কে দেখা যাবে কেমিষ্ট্রি মাসি সিরিজে এক মধ্যবয়সী ভ্লগারের ভূমিকায়।