এবারের পুজোয় কলকাতা সফরে আসছেন রোনাল্ডিনহো

এবারের পুজোয় কলকাতা সফরে আসছেন রোনাল্ডিনহো

পুজোর মধ্যে কলকাতা সফরে আসছেন ব্রাজিল তথা এফসি বার্সেলোনার প্রাক্তন কিংবদন্তী ফুটবলার রোনাল্ডিনহো। অক্টোবর মাসের মাঝামাঝি কলকাতা সফরে আসার কথা রয়েছে তাঁর। শতদ্রু দত্তর উদ্যোগেই রোনাল্ডিনহোকে নিয়ে আসা হবে বলে জানা গিয়েছেন। ইতিপূর্বে তিনি ২০২২ ফুটবল বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে কলকাতায় নিয়ে এসেছিলেন। সেইসময় তিনি ‘আইকনিক’ কলকাতা ময়দানে ঢুঁ মারেন এবং মোহনবাগান ক্লাবেও পা রাখেন তিনি।

আরও পড়ুন: দিল্লির রাজঘাটে অশান্তি, তৃণমূল কর্মীদের তাড়া রাজধানীর পুলিশদের

অক্টোবরের মাঝামাঝিতে কলকাতা সফরের আনুষ্ঠানিক বিবৃতি নিজেই দিয়েছেন রোনাল্ডিনহো তাঁর কথায় স্পষ্ট যে এই সফর নিয়ে রোনাল্ডিনহো নিজেও যথেষ্ট উৎসাহী।

 

একটি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, অক্টোবর মাসের মাঝামাঝি আমি প্রথমবার কলকাতা সফরে যাচ্ছি। এই সফরে বেশ কয়েকটি চ্যারিটি অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করব। পাশাপাশি আমার আরটেন ফুটবল অ্যাকাডেমিতেও একবার ঢুঁ মারব এবং কচিকাঁচাদের সঙ্গে সময় কাটাব। এছাড়া শ্রীভূমি স্পোর্টিং, আহিরিটোলা যুবকবৃন্দ, বারুইপুর, গ্রিন পার্ক এবং রিষড়ার দুর্গাপুজোয় আমি হাজির থাকব।’

 

তবে রোনাল্ডোর এই সফর শুধুমাত্র ফুটবল সংক্রান্ত কার্যকলাপেই সীমাবদ্ধ থাকছে না। বিশেষ করে যেহেতু দুর্গাপুজোর সময় তিনি কলকাতায় আসছেন, তাই কলকাতার সংস্কৃতিতে গা ভাসাতে চান। বিভিন্ন পুজো-প্যান্ডেলও উদ্বোধন করবেন তিনি। সেই তালিকায় রয়েছেশ্রীভূমি স্পোর্টিং, আহিরিটোলা যুবকবৃন্দ, বারুইপুর, গ্রিন পার্ক এবং রিষড়ার দুর্গাপুজো।

 

জানা গিয়েছে, এই সফরে রোনাল্ডিনহো ডায়মন্ড হারবার এফসি’র মাঠে একটি চ্য়ারিটি ফুটবল ম্যাচও খেলবেন। এই সফরের ব্যাপারে কথা বলতে গিয়ে ব্রাজিলের এই কিংবদন্তী ফুটবল তারকা বললেন, ‘আমি খুব ভালো করেই জানি যে কলকাতায় একটা বিশাল সংখ্যক ব্রাজিল সমর্থক রয়েছে। ওদের সঙ্গে দেখা করতে আমি মুখিয়ে রয়েছি।’

 

তবে এই সফরে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার এবং তাঁর হাতে একটি ফুটবল জার্সি তুলে দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন যে ক্রিকেটটাও শিখতে চান, আর সেটা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে। ক্রিকেট যে ভারতের সবথেকে জনপ্রিয় খেলা, এই ব্যাপারেও তিনি যথেষ্ট অবগত। পাশাপাশি তিনি জানিয়েছেন যে ক্রিকেটটাও শিখতে চান, আর সেটা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে। ক্রিকেট যে ভারতের সবথেকে জনপ্রিয় খেলা, এই ব্যাপারেও তিনি যথেষ্ট অবগত।

en.wikipedia.org