Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
এশিয়াডেতে ১০০ পদক জয় ভারতের, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

এশিয়াডেতে ১০০ পদক জয় ভারতের, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

এশিয়াডেতে ১০০ পদক জয় ভারতের, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
IOC-এর ১৪১তম  অধিবেশন দ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

২০২৩ -এর এশিয়া গেমসে মাইলফলক ছুঁলো ভারত। শনিবার সকালে এশিয়া গেমসে ১০০ টি পদক জিতে রেকর্ড করল ভারত। সোনা, রূপা, বোঞ্জ -সব মিলিয়েই ১০০ টি পদক নিজেদের নামে করল ভারতীয় খেলোয়াড়রা। আর এশিয়া গেমসে ভারতের এই সাফল্যে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেলে পদকজয়ীদের শুভেচ্ছা জানালেন মোদী।

আরও পড়ুনঃ ‘তামাশা করতে এসেছিল,’ টিএমসির দিল্লি অভিযান নিয়ে মন্তব্য জ্যোতির

এদিন সকালে এশিয়া গেমসে মেয়েদের কবাডি টিম সোনা জেতে। আর এটা নিয়ে এখনও অবধি মোট ১০০ টা পদক জিতল ভারত। এই জয়ের পরই প্রধানমন্ত্রী লিখেছেন, “সব খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানাই। তাঁদের পরিশ্রমই ভারতকে এই ঐতিহাসিক মাইল ফলকে পৌঁছতে সাহায্য করেছে।” তিনি আরও জানিয়েছেন, আগামী ১০ অক্টোবর ওই বিজয়ী অ্যাথলিটদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

 

এদিন এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদী লেখেন, “এশিয়ান গেমসে ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন! ভারতের জনগণ রোমাঞ্চিত যে আমরা 100টি পদকের একটি অসাধারণ মাইলফলক ছুঁয়েছি। আমি আমাদের অসাধারণ ক্রীড়াবিদদের আমার আন্তরিক অভিনন্দন জানাই যাদের প্রচেষ্টা ভারতের জন্য এই ঐতিহাসিক মাইলফলকের দিকে নিয়ে গেছে। প্রতিটি বিস্ময়কর পারফরম্যান্স ইতিহাস তৈরি করেছে এবং আমাদের হৃদয় গর্বে ভরিয়েছে।আমি ১০ তারিখে আমাদের এশিয়ান গেমস কন্টিনজেন্টের আয়োজন করার এবং আমাদের ক্রীড়াবিদদের সাথে আলাপচারিতার জন্য উন্মুখ।” জানাই যাদের প্রচেষ্টা ভারতের জন্য এই ঐতিহাসিক মাইলফলকের দিকে নিয়ে গেছে। প্রতিটি বিস্ময়কর পারফরম্যান্স ইতিহাস তৈরি করেছে এবং আমাদের হৃদয় গর্বে ভরিয়েছে।আমি ১০ তারিখে আমাদের এশিয়ান গেমস কন্টিনজেন্টের আয়োজন করার এবং আমাদের ক্রীড়াবিদদের সাথে আলাপচারিতার জন্য উন্মুখ।

 

আজ, শনিবার সেই এশিয়াডের ১৪ তম দিন। এবার এশিয়াডে ভারতে এসেছে মোট ২৫টি সোনা, ৩৫টি রুপো ও ৪০টি ব্রোঞ্জ পদক। শনিবার সকালে আর্চারিতেও সোনা পেয়েছে ভারত। ভারতের তিরন্দাজ জ্যোতি সুরেখা সোনা পাওয়ার পর ওজেশ প্রবীণ দেওতলেও এদিন সোনা পেয়েছেন। এদিকে, তিরন্দাজ অদিতি গোপীচাঁদ পেয়েছেন ব্রোঞ্জ। চিনের হানঝাউ শহরে চলছে এবারের এশিয়ান গেমস। এবার এশিয়াডে ভারতে এসেছে মোট ২৫টি সোনা, ৩৫টি রুপো ও ৪০টি ব্রোঞ্জ পদক। শনিবার সকালে আর্চারিতেও সোনা পেয়েছে ভারত। ভারতের তিরন্দাজ জ্যোতি সুরেখা সোনা পাওয়ার পর ওজেশ প্রবীণ দেওতলেও এদিন সোনা পেয়েছেন। এদিকে, তিরন্দাজ অদিতি গোপীচাঁদ পেয়েছেন ব্রোঞ্জ। চিনের হানঝাউ শহরে চলছে এবারের এশিয়ান গেমস।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top