প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তফরে তলব করা হয়েছিল রাজ্যের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের পত্নী রুজিরা বন্দোপাধ্যায়কে। লিপস অ্যান্ড বাউন্ডস-যোগে তদন্তের স্বার্থে ডাকা হয়েছে অভিষেক-পত্নীকে। সেই তলব অনুযায়ী আজ সকাল ১০.৫৭ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছান রুজিরা। এদিন সকাল ১১ টা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। নির্ধারিত সময়ের মধ্যেই তিনি হাজির হন ইডি দফতরে। এর আগে কয়লা পাচার কান্ডে তলব করা হয়েছিল তাঁকে।
আরও পড়ুনঃ বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে মন্ত্রীসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী
অভিষেক পত্নীর তলবে গোটা সিজিও চত্বর ঘিরে ফেলা হয়েছে পুলিশি নিরাপত্তায়। কড়া নিরাপত্তা ইডি দফতরে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে অভিষেকের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্ডস এর। তদন্তকারী সংস্থার অনুমান সেখান থেকে প্রচুর টাকা রুজিরার ব্যাঙ্কের মাধ্যমে লেনদেন হয়েছে। সেই ভিত্তিতেই আজ তাকে সিজিওতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। বয়ান রেকর্ড করা হবে রুজিরার।
তবে শুধু রুজিরাই নন। এই মামলায় তলব করা হয়েছিল অভিষেক সহ তাঁর বাবা অমিত বন্দোপাধ্যায় এবং মা লতা বন্দোপাধ্যায়কেও। পাশাপাশি, অভিষেককেও তলব করা হয়েছিল। তবে তিনি প্রথম বার গেলেও শেষবার হাজিরা দেননি, দিল্লিতে তৃণমূলের কর্মসূচীর জন্য। তবে, ইডির তলবে অভিষেকের পাশাপাশি হাজির হননি তাঁর বাবা-মাও। রুজিরা বাদে পরিবারের বাকি তিন সদস্য়ই হাজিরা এড়িয়ে গিয়েছেন।
উল্লেখ্য, নিয়োগ মামলায় ধৃত ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের সূত্রে লিপ্স অ্যান্ড বাউন্ডসের নাম উঠে আসে। ওই সংস্থায় তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। অভিযোগ, সে সময় সংস্থার কম্পিউটারে তারা বেশ কিছু ফাইল ডাউনলোড করে দিয়ে এসেছিল। সংস্থার কর্মী চন্দন বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ জানান। লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সংস্থার সমস্ত ডিরেক্টর দের সম্পত্তির বিবরণ চেয়ে পাঠিয়েছিল ইডি। পাশাপাশি, অভিষেক বন্দোপাধ্যায়ের মা লতা বন্দোপাধ্যায় যেহেতু এই কোম্পানির ডিরেক্টর ছিলেন সে কারণে তার সম্পত্তির নথি সহ তাঁকেও তলব করা হয়েছিল। কিন্তু সেই তলব এড়িয়ে যান অভিষেকের মা। নথি পৌঁছানোর সময়সীমা ছিল মঙ্গলবার। হাজিরা না দিলেও মঙ্গলবারের মধ্যে ইডি দফতরে নথি পৌঁছে দেওয়া হয়েছিল সন্ধ্যের মধ্যেই। আর আজ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিষেক পত্নীকে। সূত্রের খবর, মূলত লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থায় তাঁর কী ভূমিকা ছিল, লেনদেনের বিষয়ে তিনি কিছু জানতেন কি না, তা নিয়েই প্রশ্ন করা হবে রুজিরাকে।