আজ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ ভারতের। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু ওয়ান ডে পারফরম্য়ান্সে সেই ধার নেই। টি-টোয়েন্টি ফরম্যাটে যথেষ্ট শক্তিশালী দল আফগানিস্তানরা। যদিও বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে পরাজয় দিয়ে ২০২৩ -এর বিশ্বকাপের যাত্রা শুরু করেছে তারা। অন্যদিকে দুর্দান্ত ফর্মে রয়েছে ভারত। প্রথম ম্যাচেই শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের জয় দিয়েই এবারের বিশ্বকাপের যাত্রা শুরু করেছে তারা। যে কারণে বুধবারের ম্যাচেও ভারতের বিরুদ্ধে আফগানদের কঠিন লড়াই হবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ আদালতের নির্দেশে শেষমেষ গভীর রাতে ইডি অফিসে নথি জমা করলেন অভিষেক
উল্লেখ্য, বিশ্বকাপ শুরুর আগে আফগানিস্তানের অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি বলেছিলেন, তাদের দল কতটা শক্তিশালী। কিন্তু প্রথম ম্যাচেই বাংলাদেশের বিরুদ্ধে হারেন তারা। আর দ্বিতীয় ম্যাচেই তাদের মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল। আপাতত যারা সবথেকে বেশি ফর্মে রয়েছে। তাই আজ ফের আফগানদের সামনে এক অগ্নিপরীক্ষা।
এর আগে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে চারশোর ওপর রান বোর্ডে তুলে নিয়েছিল। সেই পিচেই আজ আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। আর এই পিচ সম্পর্কে ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলছেন, ”কোচ, অধিনায়ক উইকেট দেখেছে। কিন্তু এখনও পর্যন্ত এই নিয়ে কোনও দলীয় আলোচনা হয়নি। আমিও উইকেট দেখিনি এখনও। আগের ম্য়াচে প্রচুর রান উঠেছে এই পিচে। সেই পিচেই খেলা হবে কি না জানি না।”
অন্যদিকে, আজও ভারতীয় দলে যোগদান করতে পারবে না দলের ওপেনার শুভমন গিল। যদিও সেকথা আগেই জানানো হয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে। ডেঙ্গি আক্রান্ত তিনি। গত রবিবার অবস্থার অবনতিতে তাঁকে চেন্নাইয়ের এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যদিও শারীরিক অবস্থা ঠিক থাকায় সোমবার তাঁকে হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হয়েছিল। তবে আফগানদের বিরুদ্ধে যে তিনি মাঠে নামতে পারবেন না, সেকথা আগেই জানানো হয়েছিল। কিন্তু ভারতের পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচে ভারতীয় দলের জার্সি পরে মাঠে নামবেন কিনা সেদিকেই নজর রয়েছে তাঁর অনুরাগী দের। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ফের মুখ থুবড়ে পরেছিল ভারতীয় দলের ওপেনিং ব্যাটিং অর্ডার। আর এই পরিস্থিতিতে গিলের এই শারীরিক অসুস্থতা, চিন্তা বাড়াচ্ছে ভারতীয় শিবিরে। কবে মাঠে সুস্থ হয়ে মাঠে নাওমবেন গিল, সেদিকেই তাকিয়ে গোটা দেশ।