আজ মহা পঞ্চমী। রাত পোহালেই ষষ্ঠী। লেগে গেছে পুজোর হাওয়া। আর এই আবহেই এবার উত্তর ২৪ পরগণার সুন্দরবনে রায়মঙ্গল এর পাড়ে দেবী দশভূজা নয় শত ভূজা দেখতে ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা। সুত্রের খবর, শিল্পীর স্বপ্নাদেশেই সুন্দরবন পেল শতভূজা মা দুর্গা।
আরও পড়ুনঃ অবশেষে সড়লো মাস্ক, কোন নতুন চমক দিতে চলেছে রাজ কুন্দ্রা?
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল কাঠালবেরিয়াতে এবারের দুর্গা পুজায় নয়া চমক। সেখানে এবার মায়ের দশ ভুজার পরিবর্তে একশো ভুজ করা হয়েছে। আর সেই ১০০ হাতের দুর্গা দেখতে সকাল সকাল দুর্গা মন্ডপে দর্শনার্থীদের ঢল নেমেছে। কাঁঠাল বেরিয়া ব্যবসায়ী সমিতির উদ্যোগে এবছর ৫৫ তম বছরের দুর্গা পুজো। আর এবছরে তাদের বিশেষ আকর্ষণ ১০০ হাতের মা দুর্গা।
এ বছরের দুর্গা প্রতিমা তাদের শিল্পীর হাতে তৈরি করা দুর্গার প্রতিবাদ রূপ। প্রতিমার একশটা হাত যেখানে ১০ টি হাতে রয়েছে অস্ত্র আর বাকি ৯০টা হাতে রয়েছে পদ্মফুল। সবমিলিয়ে এই দুর্গা ঠাকুর দেখতে বহু দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন পুজো মণ্ডপে। রাজ্য ছাড়িয়ে ভিন্ন রাজ্যে থেকে আসছে মানুষ। পুজো কমিটির সভাপতি অর্ঘ্য তরফদার ও সম্পাদক বুদ্ধেন্দু বর্মন বলেন, শিল্পী রাম পদ পাল প্রতিবছর আমাদের ঠাকুর তৈরি করেন। এবার যখন তার কাছে যাওয়া হয়, তিনি বলেন এবার প্রতিমা ১০০ হাত হবে দুর্গার। কারণ তিনি শব্দ পেয়েছেন যে ১০০ হাতের দুর্গা তৈরি করতে হবে। তাই স্বপ্না দেশের ফলে সুন্দরবনের মানুষ এবার ১০০ এর দুর্গা ঠাকুর দেখতে ভিড় জমাচ্ছে রায়মঙ্গল এর পাড়ে।
এ বছরের দুর্গা প্রতিমা তাদের শিল্পীর হাতে তৈরি করা দুর্গার প্রতিবাদ রূপ। প্রতিমার একশটা হাত যেখানে ১০ টি হাতে রয়েছে অস্ত্র আর বাকি ৯০টা হাতে রয়েছে পদ্মফুল। সবমিলিয়ে এই দুর্গা ঠাকুর দেখতে বহু দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন পুজো মণ্ডপে। রাজ্য ছাড়িয়ে ভিন্ন রাজ্যে থেকে আসছে মানুষ। পুজো কমিটির সভাপতি অর্ঘ্য তরফদার ও সম্পাদক বুদ্ধেন্দু বর্মন বলেন, শিল্পী রাম পদ পাল প্রতিবছর আমাদের ঠাকুর তৈরি করেন। এবার যখন তার কাছে যাওয়া হয়, তিনি বলেন এবার প্রতিমা ১০০ হাত হবে দুর্গার। কারণ তিনি শব্দ পেয়েছেন যে ১০০ হাতের দুর্গা তৈরি করতে হবে। তাই স্বপ্না দেশের ফলে সুন্দরবনের মানুষ এবার ১০০ এর দুর্গা ঠাকুর দেখতে ভিড় জমাচ্ছে রায়মঙ্গল এর পাড়ে।