পুজোর মুখেই এলাকাবাসীকে নতুন ফাঁড়ি উপহার প্রশাসনের খুশি এলাকাবাসী

পুজোর মুখেই এলাকাবাসীকে নতুন ফাঁড়ি উপহার প্রশাসনের খুশি এলাকাবাসী

এলাকার আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুজোর মুখেই এলাকাবাসী পেল নতুন ফাঁড়ি। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার বসিরহাট পুলিশ জেলায় অবস্থিত হাড়োয়া থানা দশটি গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে গঠিত। হাড়োয়া থানা যার দৈর্ঘ্য এবং লম্বায় প্রায় প্রায় ৪০ কিলোমিটার দূরত্ব। হাড়োয়া থানার পক্ষে ৪০ কিলোমিটার এলাকা আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা সম্ভব নয়। সে কারণে বহু বছর আগেই বাসন্তী হাইওয়েতে প্রায় ৪ কিলোমিটার সহ কুলটি গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে লাউগাছি পুলিশ ফাঁড়ির পথ চলার শুরু হয়েছিল। তারপর ২০২১ সালে গোপালপুর এক নম্বর গোপালপুর ২ নম্বর এবং মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে গোপালপুরে অস্থায়ীভাবে পুলিশ ফাঁড়ির পথ চলা শুরু হয়েছ। সেখানে খুব ভালো পরিষেবা দেওয়ার সম্ভব হচ্ছিল না কারণ সেখানে জায়গা কম। তারপর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে লেবুতলা এলাকায় একেবারে নতুন করে পুলিশ ফাঁড়ি তৈরি করা হয়ে।

আরও পড়ুনঃ শিল্পীর স্বপ্নাদেশে সুন্দরবন পেল শতভূজা মা দুর্গা, ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা

যেখানে একটি এসআই দুটি এ এস আই এবং বারটি কনস্টেবল নিয়ে আজ থেকে নতুন করে পথ চলা শুরু হলো। গোপালপুর পুলিশ ফাঁড়ির ফলে গোপালপুর এক এবং দুই এবং মোহনপুর গ্রাম পঞ্চায়েত অর্থাৎ এই তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ এখন থেকে বাড়ির কাছেই আইনি পরিষেবা পাবেন। মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে হাড়োয়া থানার দূরত্ব ছিল প্রায় ২৫ কিলোমিটার। এখন সেটা কমে হয়েছে ১৪ কিলোমিটার।। ফলে স্বাভাবিকভাবেই একদিকে যেমন সাধারণ মানুষের খরচ সাশ্রয় হবে।

 

অন্যদিকে বাড়ির পাশেই আইনি পরিষেবা পেয়ে অনেকটাই উপকৃত হবেন বলে মনে করছেন সাধারণ মানুষ। পাশাপাশি এলাকার আইন-শৃঙ্খলা আরো উন্নতি হবে বলে মনে করেন পুলিশ প্রশাসন। গোপালপুর পুলিশ ফাঁড়ি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌতম ব্যানার্জি, মিনাখাঁ এসডিপিও আমিনুল ইসলাম, হাড়োয়ার সিআই তপন কুমার আগুয়ান, হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস ঘোষ এবং গোপালপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক বলরাম নস্কর। পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাড়োয়া বিধানসভার বিধায়ক তথা বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান হাজী শেখ নুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ফরিদ জমাদার আব্দুল খালেক, মোল্লা শফিক আহমেদ মাদার সহ অন্যান্যরা।

en.wikipedia.org