Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
সাত সকালে ইডির হানা প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে

সাত সকালে ইডির হানা প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে

সাত সকালে ইডির হানা প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মিলল না জামিন, ফের সাতদিনের ইডি হেফাজত বালুর

পুজোর পর আজ বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে হানা দিয়েছেন ইডি -র আধিকারিকেরা। ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমানের গ্রেফতারির পরেই নাম উঠে আসে জ্যোতিপ্রিয়র। সল্টলেকের বিসি ব্লকে পাশাপাশি দু’টি বাড়িতে (বিসি ২৪৪ এবং বিসি ২৪৫) বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। তার পাশাপশি জ্যোতিপ্রিয়ের আপ্তসহায়ক অমিত দের নাগেরবাজারের ফ্ল্যাটেও পৌঁছে গিয়েছে ইডি। মোট থেকেই আটটি জায়গায় সকাল থেকেই তল্লাশি অভিযান চলছে ইডির আধিকারিকেরা। মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুরের সঙ্গে জ্যোতিপ্রিয়ের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েই তল্লাশি চালাচ্ছে ইডি।

আরও পড়ুনঃ সরকারের কাছে ‘বাঘা যতীন’ ছবিকে করমুক্ত করার আর্জি রানার

রেশন দুর্নীতি মামলায় ইডির একযোগে আট জায়গায় তল্লাশি বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়ি এবং তাঁর আত্ম সহায়ক অমিত দে বাড়িতে তল্লাশি আরো বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চলছে।  নাগেরবাজারে অমিতদের অপর একটি ফ্লাটে পারুল অ্যাপার্টমেন্টে ই ডি হানা। চার থেকে পাঁচজন আধিকারিকের পাশাপাশি রয়েছেন সিআফপিএফ জওয়ানও। যদিও, ফ্ল্যাটে নেই অমিত। যে আবাসনে অমিতবাবু বর্তমানে থাকেন সেখানে দু’টি ফ্ল্যাট আছে। কিন্তু দুটি ফ্ল্যাটেই তালা বন্ধ।

 

সূত্রের খবর, মন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রেকর্ড করা হচ্ছে বয়ানও। কীভাবে খাদ্য দফতরের নথি বাকিবুরের কাছে গেল? রেশন চুরির ব্যাপারে মন্ত্রীর কী পদক্ষেপ ছিল তাও জানতে চাওয়া হচ্ছে বলে খবর। প্রসঙ্গত, পুরনিয়োগ মামলায় তদন্তের রেশ ধরে সম্প্রতি রেশন দুর্নীতির হদিশ পান ইডি আধিকারিকরা। গ্রেফতারও হয়েছেন নদিয়ার এক চালকলের মালিক বাকিবুর রহমান। তাঁকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পেয়েছেন গোয়েন্দা আধিকারিকরা। আগামী শনিবার তাঁর ইডি হেফাজত শেষ হবে। তাঁকে হাজির করতে হবে আদালতে। মনে করা হচ্ছে সেই দিন আদালতে আরও তথ্য প্রমাণ পেশ করতে চায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। সেই কারণেই আজ এই তল্লাশি বলে অনুমান।

 

প্রসঙ্গত, পুরনিয়োগ মামলায় তদন্তের রেশ ধরে সম্প্রতি রেশন দুর্নীতির হদিশ পান ইডি আধিকারিকরা। গ্রেফতারও হয়েছেন নদিয়ার এক চালকলের মালিক বাকিবুর রহমান। তাঁকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পেয়েছেন গোয়েন্দা আধিকারিকরা। আগামী শনিবার তাঁর ইডি হেফাজত শেষ হবে। তাঁকে হাজির করতে হবে আদালতে। মনে করা হচ্ছে সেই দিন আদালতে আরও তথ্য প্রমাণ পেশ করতে চায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। সেই কারণেই আজ এই তল্লাশি বলে অনুমান।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top