বিধায়ক জাকিরের বিদ্রোহ, বললেন মানুষকে শোষন করছে বহু তৃণমূল নেতা
দলের বিরুদ্ধে বোমা ফাটালেন তৃণমূল বিধায়ক জাকির হোসেন। ভোট জিতে মানুষকে শোষণ করছেন দলের একাংশ। অনেক কাউন্সিলর আগে খেতে পারতেন না, এমনটাই মন্তব্য করেন জাকির হোসেন। বিস্ফোরক ভাষণ তৃণমূল নেতার। তিনি বলেন, “ভোট জিতে মানুষকে শোষণ করছে দলের একাংশ। অনেক কাউন্সিলর আগে খেতে পারতেন না”
তৃণমূল বিধায়কের অভিযোগ থেকে স্পষ্ট দলীয় কোন্দল। সামনেই লোকসভা নির্বাচন, তার আগেই বিস্ফোরক বিধায়ক। এমন মন্তব্যের পর সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে এর মধ্যে দিয়েও তিনি একটি স্বচ্ছ ভাবমূর্তিরও বার্তা দেন। কারণ পঞ্চায়েত ভোটের আগে ফিরহাদ হাকিমকে পাশে বসিয়ে তিনি এরকমই মন্তব্য করেছিলেন যে দলের একাংশ রয়েছেন যারা পঞ্চায়েতে প্রধান থেকে উপপ্রধান, তারা দুর্নীতির সঙ্গে যুক্ত। ঠিক একই ধরণের মন্তব্য করেছিলেন। ঠিক এমনই মন্তব্য করলেন আবার। তিনি বলেন যে কলকাতায় গিয়ে কিছু নেতা বসে আছেন। অর্থাৎ তাদের এলাকায় জনসংযোগ নেই, তিনি সেটাও দাবি করছেন।