কাজ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা

কাজ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১২ নভেম্বর ২০২০ উত্তর ২৪পরগণা: কাজ পাইয়ে দেবার নামে বনগাঁতে ডেকে এনে প্রতারণা ।গতকাল বুধবার রাতে বনগাঁ থানাতে এমনই অভিযোগ জানালেন কল্যানীর এক যুবক

ঘটনাসূত্রে জানা যায় ,ভালো কাজ পাবেন বলে কল্যানী থেকে বনগাঁতে এসেছিলেন কল্যানীর যুবক কৌশিক হালদার । সাথে এসে ছিলেন তার বন্ধু একই এলাকার বাসিন্দা সঞ্জীব লোধ । কৌশিক বাবুকে ভালো কাজে ঢুকিয়ে দেবে বলে বনগাঁতে ডেকে এনেছিলেন আরএক যুবক । এই যুবকের সাথে কৌশিক বাবুর পরিচয় বেশ কিছুদিন আগে কলকাতাতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার সময়৷ যুবকটি মিশর ওরফে আলী বলে পরিচয় দিয়েছিলো । মিশর ওর ফে আলী একটি বেসরকারি প্রতিষ্ঠানে মাসে ১৬ হাজার টাকা মাস মাইনেতে ফটোশুটের কাজ পাইয়ে দেবে বলে কৌশিক বাবুকে বনগাঁতে এসে দেখা করতে বলে বুধবার। সেইমত কৌশিক বাবু  তার বন্ধু সঞ্জীব লোধ কে নিয়ে বুধবার সন্ধ্যা ছয়টা নাগাদ বনগাঁ পৌঁছান এবং দেখা করে। মিশর ওরফে আলী তদের কে বনগাঁ হিরামল গলি তে নিয়ে আসে এবং তাদের কাছ থেকে প্রথমে পাঁচ হাজার টাকা নেয় কাজের প্রতিষ্ঠান এর মালিক কে দিতে হবে বলে। তারপর কৌশিক বাবুর ফোন থেকে তার ফটো বার করবে বলে কৌশিক বাবুর মোবাইল ফোনের সেটটি নিয়ে এক্ষুনি আসছি বলে তাদের রাস্তায় দার করিয়ে ওখান থেকে  চম্পট দেয় মিশর ওরফে আলী। অনেক্ষন কেটে গেলেও মিশর ওরফে আলী ফিরে না আসায় চিন্তায় পড়ে যায় কৌশিক বাবু। এর পর  কৌশিক বাবু  মিশর ওরফে আলী কে বন্ধুর ফোন থেকে অনেকবার কল করলেও ফোন বন্ধ থাকায় সন্দেহ হয়।তখন স্থানীয় মানুষদের সাথে কথা বলে বুঝতে পারেন তিনি প্রতারনার স্বীকার হয়েছেন ৷ সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষদের সাহায্যে গতকাল বুধবার রাতেই বনগাঁ থানা তে একটি লিখিত অভিযোগ দায়ের করেন কৌশিক বাবু। বনগায় এই ধরনের কেপমারির ঘটনা এর আগেও ঘটেছে বলে অভিযোগ।মোবাইল ফোনের সূত্র ধরে প্রতারকদের ধরতে গোটা ঘটনার তদন্তে নেমেছে বনগাঁ থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top