সল্টলেকের দত্তাবাদ থেকে উদ্ধার বিপুল পরিমাণ বাজি

নিজস্ব সংবাদদাতা ১৩ নভেম্বর সল্টলেক: কিছু দিন আগেই করোনা রোগীদের সুরক্ষিত রাখতে হাইকোর্টের নির্দেশে বন্ধ করা হয়েছে বাজি বিক্রি এবং বাজি ফাটানো। তারপরেও কোনমতেই সচেতন করা যাচ্ছেনা মানুষকে।

রাস্তায় রাস্তায় কিছু অসাধু ব্যাক্তি অধিক মুনফা লাভের আশায় সচেতনতা ভুলে বিক্রি করছে বাজি। সূত্রঅনুযায়ী হানা দিয়ে সল্টলেকের দত্তাবাদ থেকে উদ্ধার বিপুল পরিমাণ বাজি।দোকান খুলে বসে ছিলেন প্রতাপ হাজরা নামে এক ব্যক্তি।তাকে গ্রেফতার করার পর খোঁজ পাওয়া যায় গোডাউনের।সেখান থেকে বিধান নগর উত্তর থানার পুলিশ উদ্ধার করে বিপুল পরিমাণ বাজি।

আরও পড়ুন…দিলীপ ঘোষের গাড়ি ভাংচুর, পাথর বৃষ্টি

গ্রেফতার করা হয় প্রতাপ হাজরা নামে ওই ব্যক্তিকে ও। আজ তাঁকে বিধাননগর কোর্টে তোলা হবে।