নিজস্ব সংবাদদাতা ২ জানুয়ারি ২০২০ উত্তর ২৪পরগণা,বনগাঁ: কৃষি আইন বাতিল, কৃষক নেতাদের পরে আরোপিত মিথ্যা মামলা প্রত্যাহার ও বিদ্যুৎ বিল ২০২০ বাতিলের দাবী নিয়ে পুনরায় পথে নামল বাম-কংগ্রেস জোটের কর্মী-সমর্থকরা৷
শনিবার বেলা বারোটা নাগাদ হীরালাল মূর্তির কাছে বনগাঁর যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন তারা। বাম কর্মী সমর্থক গরুর গাড়ি নিয়ে অভিনবভাবে অবরোধ শুরু করে৷ সব্জী মাটিতে ফেলে দিয়েও তারা বিক্ষোভ দেখাতে থাকে | আজ এখানে উপস্থিত ছিলেন প্রায় একশোর ও বেশি বাম-কর্মী সমর্থক |প্রায় ঘন্টা খানিক এই অবরোধ চলে । অবরোধ চলার সময়েই ওখানেই একটি প্রতিবাদ সভা করে তারা। তাদের এই অবরোধ ও বিক্ষোভ সমাবেশের ফলে বেশ কিছুক্ষনের জন্য বন্ধ হয়ে যায় যশোহর রোডের যান চলাচল | যতক্ষণ কৃষি আইন বাতিল না হবে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং ভবিষ্যৎে তারা আরো বড় ধরনের আন্দোলনের পথে যাবেন বলে দাবী জোটের | আজকের এই অবরোধ ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন প্রাক্তন বাম বিধায়ক পঙ্কজ ঘোষ , কংগ্রেস নেতা কৃষ্ণপ্রসাদ চন্দ্র প্রমুখ।