গরুর গাড়ি নিয়ে অভিনবভাবে অবরোধ বিক্ষোভ বাম-কংগ্রেস জোটের

গরুর গাড়ি নিয়ে অভিনবভাবে অবরোধ বিক্ষোভ বাম-কংগ্রেস জোটের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২ জানুয়ারি ২০২০ উত্তর ২৪পরগণা,বনগাঁ: কৃষি আইন বাতিল, কৃষক নেতাদের পরে আরোপিত মিথ্যা মামলা প্রত্যাহার ও বিদ্যুৎ বিল ২০২০ বাতিলের দাবী নিয়ে পুনরায় পথে নামল বাম-কংগ্রেস জোটের কর্মী-সমর্থকরা৷

শনিবার বেলা বারোটা নাগাদ হীরালাল মূর্তির কাছে বনগাঁর যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন তারা। বাম কর্মী সমর্থক গরুর গাড়ি নিয়ে অভিনবভাবে অবরোধ শুরু করে৷ সব্জী মাটিতে ফেলে দিয়েও তারা বিক্ষোভ দেখাতে থাকে | আজ এখানে উপস্থিত ছিলেন প্রায় একশোর ও বেশি বাম-কর্মী সমর্থক |প্রায় ঘন্টা খানিক এই অবরোধ চলে । অবরোধ চলার সময়েই ওখানেই একটি প্রতিবাদ সভা করে তারা। তাদের এই অবরোধ ও বিক্ষোভ সমাবেশের ফলে বেশ কিছুক্ষনের জন্য বন্ধ হয়ে যায় যশোহর রোডের যান চলাচল | যতক্ষণ কৃষি আইন বাতিল না হবে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং ভবিষ্যৎে তারা আরো বড় ধরনের আন্দোলনের পথে যাবেন বলে দাবী জোটের | আজকের এই অবরোধ ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন প্রাক্তন বাম বিধায়ক পঙ্কজ ঘোষ , কংগ্রেস নেতা কৃষ্ণপ্রসাদ চন্দ্র প্রমুখ।

আরও পড়ুন…দুয়ারের সরকার প্রকল্প না করে পশ্চিমবঙ্গের জেলা গুলোর উন্নয়ন করুন, বিস্ফোরক মন্তব্যে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন সিপিআইএমের ছাত্রনেতা শতরূপ ঘোষ

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top