সেরে গিয়েও নানান উপসর্গ নিয়ে ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করছে কোভিড

নিউজ ডেস্ক ৪জানুয়ারি ২০২১:করোনা ভাইরাসে যারা যারা সংক্রমিত হচ্ছেন তাঁদের বিভিন্ন রকম পতিক্রিয়া বাইরে আসছে। তবে সব কিছুর মাঝেও এই ভাইরাস মানুষের শ্বাসযন্ত্রের উপর প্রভাব ফেলছে বেশি।

অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে করোনা সেরে যাওয়ার পরেও ক্ষতি হচ্ছে ফুস ফুসের। শ্বাসযন্ত্রে দ্রুতহারে ছড়িয়ে পরে করোনা যার ফলে জোরে ও অনবরত কাশি হতে থাকে। কাশি হতে থাকে টানা ২-৩ সপ্তাহ ধরে। করোনা সঙ্ক্রমিতরা সেরে ওঠার পরেও বুকে ব্যাথা অনুভব করছেন। বিশেষজ্ঞদের মতে, করোনা ভাইরাসের জেরে ফুসফুসের উপরে প্রভাব পরায় কখনও কখনও তা নিউমোনিয়ার আকার নিচ্ছে। কিছু মানুষের শ্বাসকষ্টের মাত্রা এমন জায়গায় পৌঁছয় যে ফুসফুসে অক্সিজেন পৌঁছয় না। করোনা থাকাকালীন যাদের অক্সিজেনের সাহায্য লাগছে এবং সেরে যাওয়ার পরেও কিছু সমস্যা থেকে যাচ্ছে তাঁদের ফুসফুসের উপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ছে বলেই জানাচ্ছেন চিকিৎসকরা।শ্বাসকষ্ট হলে বা অল্প পরিশ্রমেই হাঁপ ধরা এই সব উপসর্গ দেখলেই বোঝা যায় যে ফুসফুসের উপরে প্রভাব ফেলেছে কোভিড।

আরও পড়ুন…গরুর গাড়ি নিয়ে অভিনবভাবে অবরোধ বিক্ষোভ বাম-কংগ্রেস জোটের