নিউটাউন:- জগদীপ ধনকর নিয়ে উত্তাল হচ্ছে রাজ্য। দেবনজনের সিকিউরিটি রাজ্যপালের পিছনে দাঁড়িয়ে রয়েছে এমনই ছবি দেখা যাচ্ছে কি বলবেন। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ওটা একটা সিট গঠন করুক না রাজ্য সরকার। সব ব্যাপারে সিট গঠন হয়। রাজ্যপালের ওখানে কে গেছে, কেন গিয়েছে। কত লোকই তো যায়। ওদের লোক গেছে, সরকারি অফিসার যায়। বিভিন্ন পার্টির লোক যায়। কেন গেছেন। আর কবেকার ছবি সেব্যাপারে খোঁজ খবর নেওয়া উচিত। বাকি যার বাড়িতে তাঁরা উত্তর দেবেন। এব্যাপারে দূর দূর পর্যন্ত বিজেপির সম্পর্ক নাই।

টিএমসি কোন লিস্ট দেখাচ্ছে বা তথ্য দিচ্ছে কেউ বিশ্বাস করে। তাহলে দেবাঞ্জন এর যা যা লিস্ট ছবি সব মেনে নিতে হবে। টিএমসি একটি জাল পার্টি। সাধারণ মানুষ বিশ্বাস করে না।কোন দল তারপর নীতি-আদর্শ যদি না থাকে তার সামনে কোনো লক্ষ্য না থাকে কোন ডেভলপমেন্ট নেই ১০ বছর কোন ভাবে চালিয়ে দিয়েছে এখন গাড়ি চেপেছে টাকাপয়সা কিছু নয় যা ইচ্ছা করছে সেটা বলে দিচ্ছে মমতা ব্যানার্জি।হেলথ কার্ড হয়েছিল স্বাস্থ্য সাথী কার্ড কোথায় করোনা হচ্ছে কজন সুবিধা পাচ্ছে সব ভাওতা বাজেট ঘোষণা হয়ে গেছে টাকা নেই।সারদা আকাশে উঠেছিল ২০১৬ লাগে তাও টিএমসি জিতেছিল তারমানে সারদা কেসটা মিথ্যা কি নারোদা মিথ্যা চার নেতা মন্ত্রী টিভিযে দেখতে পাচ্ছে টাকা নিচ্ছে তাদের নামে দোষ হলো না কোথায় ধনকর এর কোন কাগজে বা ডাইরিতে লেখা ছিলো সেটা দেখছে মুখ্যমন্ত্রী ধরনা দিচ্ছেন সেটা নিয়ে কারো মাথা ব্যাথা নেই। প্রমাণ করা উচিত সরকারের। এটা ওই ধনকরের নামউনি যে টাকা নিয়েছে পয়সা নিয়েছে সেটা কোর্টে গিয়ে প্রমান করুক।



















