
পাহাড়ের মাটিতে বিমল গুরুংয়ের সঙ্গে বৈঠকের পর এবার পাহাড়ে Political কর্মকাণ্ড শুরু করলেন বিনয় তামাং রবিবার পাহাড় এবং ডুয়ার্সের বেশ কয়েকটি জায়গায় ছোট ছোট রাজনৈতিক কর্মসূচি করেন bInay Tamang ।
বিজনবাড়ির সভা থেকে তামাঙ বলেন, বিমল গুরুং এর সঙ্গে যোগ দেবো কিনা তার কোন ঠিক নেই আলাদা কোনো Political দল গঠন করবো কিনা সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি তবে এটা নিশ্চিত পাহাড় তরাই ডুয়ার্স এই এলাকার মানুষের সমস্যা নিয়ে কাজ করতে হবে এবং বিমল গুরুংয়ের সঙ্গে একযোগে আমি কাজ করবো আমাদের দুজনকে এক মঞ্চেও দেখা যেতে পারে।
এদিন তিনি ফের জানান মাঝের কয়েকবছর কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। সেইসব এখন মিটে গিয়েছে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে পাহাড়ের উন্নয়ন পাহাড়ের মানুষের উন্নয়ন সেই কাজে আমাদের এগিয়ে যেতে হবে। পাহাড়ের রাজনৈতিক মহলের মতে বিমল গুরুংয়ের সঙ্গে bInay Tamang এর ফের গাঁটছড়া বাঁধা প্রায় নিশ্চিত এ দিন অন্তত কার্যত স্পষ্ট করে বুঝিয়ে দিলেন বিনয় তামাং আর এতে নিশ্চিত ভাবে সবচেয়ে বেশি বিপদে পড়ল বিজেপি কারণ গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে যে বিভাজন করে এতদিন বিজেপি যে সুবিধা নিচ্ছিল তা এবার কার্যত বন্ধ হয়ে গেল।
আর ও পড়ুন সরকারি চাকরি পেতে Maobadi তকমা পাওয়ার হিড়িক জঙ্গলমহল জুড়ে
এবার এক মঞ্চ থেকে গুরুঙ এবং তামাঙ একযোগে যখন বিজেপির বিরোধিতার ডাক দেবে তখন তা সামলানো কার্যত অসম্ভব হয়ে দাঁড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহল। তাছাড়া পাহাড়ে বিজেপির যারা জোটসঙ্গী রয়েছে তাদের সঙ্গেও সম্পর্কে ক্রমশ অবনতি হচ্ছে তাই পরিস্থিতি যা তা মোটেই পাহাড় বিজেপির কাছে সুখকর নয়।
পাহাড়ের বুকে রাজনৈতিক মহল মনে করছেন, বিমল গুরুংয়ের সঙ্গে bInay Tamang এর ফের গাঁটছড়া বাঁধা প্রায় নিশ্চিত। ফলে পাহাড়ের বুলে অন্য Political সমীকরণের জন্ম হতে চলেছে। এ দিন অন্তত কার্যত স্পষ্ট করে বুঝিয়ে দিলেন বিনয় তামাং আর এতে নিশ্চিত ভাবে সবচেয়ে বেশি বিপদে পড়ল বিজেপি কারণ গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে যে বিভাজন করে এতদিন বিজেপি যে সুবিধা নিচ্ছিল তা এবার কার্যত বন্ধ হয়ে গেল।
উল্লেখ্য, সামগ্রিক ঘটনায় এটা স্পষ্ট যে, পাহাড়ের মাটিতে বিমল গুরুংয়ের সঙ্গে বৈঠকের পর এবার পাহাড়ে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করলেন বিনয় তামাং রবিবার পাহাড় এবং ডুয়ার্সের বেশ কয়েকটি জায়গায় ছোট ছোট রাজনৈতিক কর্মসূচি করেন bInay Tamang ।