ফের নতুন করে বিতর্কে জড়ালেন রাধিকা (Radhika) আপ্তে

ফের নতুন করে বিতর্কে জড়ালেন রাধিকা (Radhika) আপ্তে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Radhika

 

বরাবরই সাহসী দৃশ্যে অভিনয় করে  আলোচনায় থাকেন  অভিনেত্রী রাধিকা আপ্তে। যার ফলে এরআগে বহুবার বিতর্কেও জড়িয়েছেন তিনি।
ছবি সংগ্রহ ; সাইন টিভি

বরাবরই সাহসী দৃশ্যে অভিনয় করে  আলোচনায় থাকেন  অভিনেত্রী রাধিকা Radhika আপ্তে। যার ফলে এরআগে বহুবার বিতর্কেও জড়িয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আবারও ‘ট্রেন্ডিং’-এ রয়েছেন রাধিকা আপ্তে। এদিকে রাধিকা অভিনীত ‘পার্চড’ ছবির একটি দৃশ্য নতুন করে নেটমাধ্যমে ছড়িয়ে পড়ায় তাকে বয়কট করার ডাক দিয়েছেন নেটাগরিকদের একাংশ।

 

লীনা যাদব পরিচালিত এই ছবিতে অভিনেতা আদিল হুসেনের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন রাধিকা Radhika। সেখানে তার শরীরের উপরের অংশ ছিল অনাবৃত। যে দৃশ্যকে ঘিরে সমালোচনা চড়ছে। এদিকে সেই দৃশ্যের ছবি টুইটারে ভাইরাল হতেই রাধিকা আপ্তে’কে বয়কট ডেওয়ার ডাক ওঠে।

 

আর ওপড়ুন  ২০২০ সালে বছরের সেরা কাঙ্ক্ষিত নারীর তকমা পেলেন রিয়া (Riya)

 

নেটাগরিকদের একাংশ অভিযোগ তুলে বলেন,  ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবির এই ধরনের কিছু দৃশ্য ‘দেশের সংস্কৃতিকে ধ্বংস করেছে।  নিজেদের অসন্তোষ প্রকাশ করতে তাই টুইটারে সরাসরি রাধিকাকে আক্রমণ করেন তারা।

 

View this post on Instagram

 

A post shared by Radhika (@radhikaofficial)

উল্লেখ্য, রাধিকা Radhika আপ্তে অজয় দেবগণ প্রযোজিত এই ছবি বাল্যবিবাহ, পণপ্রথা ও পুরুষতন্ত্রের মতো একাধিক বিষয়কে সমালোচনা করেছিল। এদিকে মুক্তির পর থেকেই নানা কারণে বিতর্কে জড়ায় ‘পার্চড’। রাধিকা এবং আদিল ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়, সুরভিন চাওলা ও ঋদ্ধি সেনের মতো অভিনেতারা।

 

বহুবার বিতর্কেও জড়িয়েছেন রাধিকা আপ্তে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আবারও ‘ট্রেন্ডিং’-এ রয়েছেন রাধিকা আপ্তে। এদিকে রাধিকা অভিনীত ‘পার্চড’ ছবির একটি দৃশ্য নতুন করে নেটমাধ্যমে ছড়িয়ে পড়ায় তাকে বয়কট করার ডাক দিয়েছেন নেটাগরিকদের একাংশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top