বাংলা এখন রাজনৈতিক হিংসার ল্যাবরেটরি, আদালতের রায় ঐতিহাসিক : শুভেন্দু (Shuvendu)

বাংলা এখন রাজনৈতিক হিংসার ল্যাবরেটরি, আদালতের রায় ঐতিহাসিক : শুভেন্দু (Shuvendu)

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Shuvendu
বাংলা এখন রাজনৈতিক হিংসার ল্যাবরেটরি, আদালতের রায় ঐতিহাসিক : শুভেন্দু (Shuvendu)
ছবি সংগ্রহে ;সাইন টিভি

ভোট পরবর্তী হিংসার মামলায় CBI তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । রায়কে মান্যতা দিয়েছে BJP। উচ্ছ্বসিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু (Shuvendu) অধিকারী। এই রায়কে তিনি ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন। এদিন টুইটে তিনি লেখেন, ‘বাংলাকে রাজনৈতিক হিংসার ল্যাবরেটরিতে পরিণত করে রেখেছে শাসকদল। আজকে পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চের এই রায় ঐতিহাসিক। এই রায়তেই স্পষ্ট শাসদকদল রাজ্যে মানবাধিকার রক্ষায় ব্যর্থ।’

 

এদিন BJP-র তরফে সাংবাদিক বৈঠক করে এই রায়কে স্বাগত জানানো হয়। BJP মুখপত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘বাংলায় আইনের শাসন নেই। নির্বাচনের পর BJP-র ৪৩ কর্মী খুন হয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে প্রশ্ন রয়েছে।’ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানাই। বিচারব্যবস্থার প্রতি পশ্চিমবঙ্গের মানুষের আস্থা আরও সুদৃঢ় হল।’

 

এই রায়দানকে ‘মানুষের অধিকার’ বলেই উল্লেখ করলেন দিলীপ ঘোষ। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে BJP রাজ্য সভাপতি বলেন, ‘রাজ্যের মানুষ হিসেবে আমরা ভোট পরবর্তী হিংসা নিয়ে লজ্জিত ছিলাম। গণতন্ত্রকে নষ্ট করা হয়েছে বাংলায়। রাজ্যের মুখ্যমন্ত্রী যা মানতে চাননি, আজ আদালত তা স্বীকৃতি দিল। গোটা দেশের কাছে রাজ্যের হিংসা প্রকাশ্যে এসেছে। এবার আদালত তা স্বীকৃতি দিয়ে CBI তদন্তের নির্দেশ দিল।’ এদিন তিনি আরও বলেন, ‘যারা অত্যাচারিত হয়েছেন, এবার তারা ন্যায় পাবেন। আর যারা দোষী তারা শাস্তি পাবে।’

 

আর ও পড়ুন    না পালালে মেরে ফেলত, শীঘ্রই আফগানিস্তানে ফিরব : আশরফ ঘানি (Ashraf Ghani)

 

ভোট পরবর্তী অশান্তি মামলার তদন্তভার দেওয়া হল CBI-কে। খুন-জখম-অস্বাভাবাবিক মৃত্যুর মতো মামলায় তদন্ত করবে CBI। এদিন এমনটাই রায় দেয় কলকাতা হাইকোর্ট। অপক্ষেকৃত কম গুরুত্বপূর্ণ মামলার তদন্তের জন্য SIT গঠন করে দেওয়া হয়েছে কোর্টের তরফে।

 

সুপ্রিম কোর্টেত আবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্ত করবে SIT। রায় ঘোষণা করেছে হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ , বিচারপতি হরিশ টন্ডন,বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সুব্রত তালুকদারের বৃহত্তর বেঞ্চে এই রায় দান হয়।

 

উল্লেখ্য,  কলকাতা হাইকোর্ট-এর  রায়কে মান্যতা দিয়েছে BJP। উচ্ছ্বসিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু (Shuvendu) অধিকারী। এই রায়কে তিনি ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন। এদিন টুইটে তিনি লেখেন, ‘বাংলাকে রাজনৈতিক হিংসার ল্যাবরেটরিতে পরিণত করে রেখেছে শাসকদল। আজকে পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চের এই রায় ঐতিহাসিক। এই রায়তেই স্পষ্ট শাসদকদল রাজ্যে মানবাধিকার রক্ষায় ব্যর্থ।’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top